Sunday, August 24, 2025

আম্বানি (ambani) কাণ্ডে পুলিশ অফিসার শচীন বাজে গ্রেফতার হতেই সরানো হল মুম্বইয়ের পুলিশ কমিশনার (Mumbai police commissioner) পরমবীর সিংকে। তাঁকে বদলি করে হোমগার্ড বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সেইসঙ্গে, মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনার হলেন হেমন্ত নাগরালে। বুধবার জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।

সম্প্রতি মুম্বইতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলা থেকে মাত্র এক কিলোমিটার দূরে জলপাই রঙের একটি পরিত্যক্ত স্করপিও থেকে উদ্ধার হয়, যেখানে মিলেছিল বিস্ফোরক এবং হুমকি চিঠি। সেই ঘটনার তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় নাম জড়িয়েছে মুম্বইয়ের পুলিশ অফিসার শচীন বাজের। গত সপ্তাহেই তাঁকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বিষয়টি নিয়ে তোলপাড় চলছে মহারাষ্ট্রের রাজনীতিতে। রাজ্যের বিরোধীদের অভিযোগ, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এক সময়ের শিবসেনা কর্মী শচীন বাজেকে ‘‌সুরক্ষা’ দেওয়ার চেষ্টা করছেন। এই অভিযোগ নিয়ে শিবসেনা–এনসিপি–কংগ্রেস জোটের সরকারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি। ঘটনাচক্রে স্করপিও থেকে উদ্ধার হওয়া হুমকি চিঠির তদন্তের দায়িত্বে শুরুতে ছিলেন এই শচীন বাজই, যাঁকে এখন ‘‌মূল অভিযুক্ত’ বলে ধরে নেওয়া হচ্ছে। স্করপিও মালিকের খোঁজ করতে নেমে হীরেন মনসুখ নামে এক গাড়ি যন্ত্রাংশ ব্যবসায়ীর দেহ উদ্ধার হতেই তদন্ত অন্য দিকে মোড় নেয়। মনসুখের স্ত্রীর দাবি, চার মাসের জন্য ওই গাড়িটি ভাড়া নিয়েছিলেন বাজ। ‌তাঁর স্বামীর মৃত্যুর জন্যেও ওই পুলিশ অফিসারকে দায়ী করেছেন তিনি। এরপরই ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় এনআইএকে।
তদন্তকারী সংস্থার দাবি, তদন্ত চালানোর সময়ে নিজের হাউজিং সোসাইটির ডিজিটাল ভিডিও রেকর্ডার বাজেয়াপ্ত করেছিলেন শচীন বাজ। কোনও ভিডিও ফুটেজ লোপাট করা হয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে এনআইএ। আর আম্বানি কাণ্ড ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই সরানো হল মুম্বইয়ের পুলিশ কমিশনারকেও।

আরও পড়ুন- ‘জল খেয়ে কারও মৃত্যু হয়নি’, রিপোর্ট পেশ করে দাবি ফিরহাদের

Related articles

আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটকে বিদায় চেতেশ্বর পূজারার

ভারতীয় ক্রিকেট দলের বহু টেস্ট জয়ের স্বাক্ষী তিনি। বহু ম্যাচে একা হাতে ভারতকে বাঁচিয়েওছেন। এবার সেই চেতেশ্বর পূজারাই(Cheteshwar...

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...
Exit mobile version