Monday, August 25, 2025

‘এখনই সতর্ক না হলে আরও বাড়বে সংক্রমণ’, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সতর্ক করলেন মোদি

Date:

দেশে ফের করোনা সংক্রমণ(coronavirus) ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। পরিস্থিতিতে উদ্বিগ্ন মহারাষ্ট্র, পাঞ্জাব, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্য। বেশকিছু যাচ্ছে জায়গায় হয়েছে লকডাউন(lockdown)। এমন পরিস্থিতিতে মাঝেই বুধবার ফের রাজ্যগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। সেখানে প্রত্যেকটি রাজ্য সরকারকে সতর্ক করে নরেন্দ্র মোদী জানান, ‘এখনই পদক্ষেপ নিন না নিলে সংক্রমণ আরো বাড়বে। হলে যত দ্রুত সম্ভব করোনার দ্বিতীয় ঢেউকে আটকাতে হবে আমাদের।’ এদিনের বৈঠকে দেশের করোনা পরিস্থিতি এবং করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করতে কি কি পদক্ষেপ করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বুধবার ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্র পাঞ্জাবের মুখ্যমন্ত্রীরা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন। বেশ কিছু সেফ জোনে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। কিছু জায়গায় ১৫০ শতাংশ বেড়েছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে কী কী করা উচিত তার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাস্ক নিয়ে স্থানীয় প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। আত্মবিশ্বাস যেন অতিরিক্ত আত্মবিশ্বাস না হয়। প্রয়োজনে মাইক্রো কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি আরো জানান, যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে সংক্রমিতদের। কিছু রাজ্যে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে বেশি জোর দিতে হবে। সব রাজ্যে আরটিপিসিআর পরীক্ষা জরুরি বলেও জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:বাতিল তৃণমূলীদের ‘পাপ’ কেন নিচ্ছেন আদি বিজেপিরা! তীব্র কটাক্ষ কুণালের

পাশাপাশি করোনা ভ্যাকসিন অপচয় হচ্ছে বলেও এই দিনের বৈঠকে কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘একদিনে ৩০ লক্ষ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু রাজ্যে ভ্যাকসিন অপচয় হচ্ছে। অপচয়ের জন্য কিছু মানুষ ভ্যাকসিন পাওয়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।’

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version