Tuesday, August 26, 2025

সামনেই রাজ্যে বিধানসভা ভোট। আগামী ২৭ মার্চ শুরু প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে আরও এক দফা প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। মোট ন’টি আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়া একটি আসনে প্রার্থী বদল করা হয়েছে। শান্তিপুরে বামেরাই লড়বে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নাম এখনও ঘোষণা করা হয়নি।

ঘোষিত ১০ প্রার্থীর মধ্যে ৯জন সিপিএম এবং ১জন আরএসপি-র প্রার্থী। বুধবার ধূপগুড়ি, ময়নাগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, সামশেরগঞ্জ, শান্তিপুর, হরিণঘাটা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, উলুবেড়িয়া উত্তর, মন্তেশ্বর আসনে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা। এর মধ্যে ময়নাগুড়ি থেকে লড়বেন আরএসপির প্রার্থী।

এক নজরে দেখে নেওয়া যাক কোন আসনে কোন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:

ধূপগুড়ি: ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস (সিপিএম)
ময়নাগুড়ি: নরেশ চন্দ্র রায় (আরএসপি)
দার্জিলিং: গৌতমরাজ রাই (সিপিএম)
কার্শিয়াং: উত্তম শর্মা (সিপিএম)
সামশেরগঞ্জ: মোদাস্সর হোসেন (সিপিএম)
শান্তিপুর: সিপিএম প্রার্থী(নাম পরে জানানো হবে)
হরিণঘাটা: অলকেশ দাস (সিপিএম)
বনগাঁ উত্তর: পীযূষ কান্তি সাহা (সিপিএম)
বনগাঁ দক্ষিণ: তাপস কুমার বিশ্বাস (সিপিএম)। পূর্ব ঘোষিত অসুস্থতার কারণে অব্যাহতি চান। তাঁর বদলেই নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হল।
উলুবেড়িয়া উত্তর: অশোক দলুই (সিপিএম)
মন্তেশ্বর: অনুপম ঘোষ (সিপিএম)

আবার কংগ্রেসের তরফ থেকে দু’টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কালচিনি থেকে প্রার্থী অভিজিৎ নার্জিনারি এবং ফলতার প্রার্থী হয়েছেন আবদুর রেজ্জাক মোল্লা।

Related articles

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...

বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা দেওয়ার নির্দেশ জেলাশাসকদের

বন্যায়(Flood) যে সমস্ত বাড়ি ভেসে যাচ্ছে তার তালিকা তৈরি করে মুখ্যসচিবের(Chief Secratory) কাছে দেওয়ার জন্য জেলাশাসকদের নির্দেশ দিলেন...

১৯ হাজার কোটি ব্যয়ে ৯১ কোটি শ্রম দিবস

কেন্দ্র বঞ্চনা করে। বাংলা করে উন্নয়ন। একশো দিনের কাজে বাংলার বকেয়া দেয়নি কেন্দ্র। তারপরই কেন্দ্রের তোয়াক্কা না করে...
Exit mobile version