হিমাচলপ্রদেশের বিজেপি সাংসদ রামস্বরূপ শর্মার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে । বুধবার দিল্লিতে তাঁর বাসভবন থেকে সাংসদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। হিমাচলপ্রদেশের মান্ডির এই সাংসদ গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন। এটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
তার মৃত্যুতে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে।
১৯৫৮ সালে হিমাচল প্রদেশের মান্ডিতে জন্ম হয় রামস্বরূপ শর্মার। প্রথমবার ২০১৪ সালে সাংসদ হন তিনি।২০১৯ সালে ফের নির্বাচিত হন। বিদেশ মন্ত্রকের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যও ছিলেন তিনি। বর্তমানে তাঁর স্ত্রী ও তিন ছেলে রয়েছে।
