উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ( uefa champions league) কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রিয়াল মাদ্রিদ(real madrid) । মঙ্গলবার তারা হারাল অ্যাটলান্টাকে। ম্যাচের ফলাফল ৩-১।

ম্যাচের ৩৪ মিনিটে গোল করে এগিয়ে দেন বেঞ্জেমা। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি জিদানের দল। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় রিয়াল।
ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে ২-০ গোল এগিয়ে দেন র্যামোস। ৮৩ মিনিটে একটি গোল শোধ করেন অ্যাটলান্টার লুইস মুরিয়েল। পরের মিনিটেই মার্কো অ্যাসেনসিয়োর গোল কফিনে শেষ পেরেকটা পুঁতে দেয়। ২ পর্ব মিলিয়ে ৪-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় জিনেদিন জিদানের রিয়াল।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস
