Wednesday, August 27, 2025

বশীকরণ-নেশাহরণ থেকে অভিনয়ের সুযোগ, ভোট প্রচারে অভিনব বামেরা

Date:

Share post:

বরাবরই অভিনব তারা। নির্বাচনী প্রচারেও(election campaign) এবার সকল চেনা ছকের বাইরে বেরিয়ে সেই অভিনবত্ব তুলে ধরল বামেরা। ভোটবাক্সে যাই হোক না কেন প্রচারে তাদের অভিনব ভাবনা ইতিমধ্যেই মন কেড়ে নিয়েছে রাজ্যবাসীর। বিতর্ক থাকলেও বামেদের ‘টুম্পা সোনা’ প্যারোডি ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়। এরপর ‘লুঙ্গি ডান্স’। প্রচারের ধরন, স্লোগান, ভাবনায় বাকি সমস্ত রাজনৈতিক দলের তুলনায় লক্ষ লক্ষ গুণ এগিয়ে রয়েছে বামেরা(Left)। এবার তাদের ডিজিটাল লিফলেট ব্যাপক জনপ্রিয় হয়ে উঠলো সোশ্যাল মিডিয়ায়(social media)।

শহরের রাস্তায় হাঁটতে গেলে ল্যাম্পপোস্ট হোক বা কোনও বাড়ির দেওয়াল নানান রকম টুকরো লিফলেটে বিজ্ঞাপন আপনার চোখে পড়বে। যেখানে কোথাও লেখা বশীকরণ তো কোথাও আবার চাকরি ও সিনেমায় অভিনয়ের সুযোগ। ঠিক এই পন্থাকে হাতিয়ার করেই বামেরা শুরু করলো প্রচার। মুহুর্তের মধ্যে এই সমস্ত লিফলেট রীতিমতো ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই অভিনব এই লিফলেট নিজের ফেসবুকে শেয়ার করেছেন সূর্যকান্ত মিশ্র(Suryakant Mishra)। যেখানে একটি গেরুয়া লিফলেটে লেখা রয়েছে, ‘সাম্প্রদায়িক বশীকরণ?’ নিচে লেখা ‘জাতপাতের গন্ধে পেটের খিদে ভুলে গেছেন? জাতপাতের জাতাকল থেকে মুক্তির অব্যর্থ ওষুধ, এবার ভোট বাম জোট।’

শুধু এটাই নয়, সবুজ একটি লিফলেট লেখা হয়েছে, ‘ঘুষ দিতে দিতে ক্লান্ত? পকেট ফাঁকা?’ ঘুষের নেশা ছাড়ানোর একমাত্র ঠিকানা, এবার ভোট বাম জোট।’ নিচে সংযুক্ত মোর্চার জোটের সমস্ত চিহ্ন দেওয়া হয়েছে। এটাই শেষ নয় আরো রয়েছে। যেমন, ‘দলবদলু নেতাদের অভিনয়ের সুযোগ বানচাল করুন একটি মাত্র ভোটে’। লাল রঙের লিফলেটে লেখা হয়েছে, ‘চাকরি চাই? বছর বছর চাকরি পেতে …… এবার ভোট , বাম জোট’। সোজাসুজি বিজেপিকে নিশানা করে লিফেলেটে লেখা হয়েছে, ‘রাতে ঘুম হচ্ছে না? চাল, ডাল, তেল, নুনের দামের চোটে উনুনে হাঁড়ি চড়ছে না? বাঁচবার ঠিকানা…’ এবার ভোট বাম জোট। ‘জীবনযাত্রা বাম্পার। স্কুল, কারখানা, হাসপাতাল, গড়তে যোগাযোগ করুন নিকটবর্তী ভোটকেন্দ্রে’।

আরও পড়ুন:বিজেপিতে টিকিট না পেয়ে ঘরে ফিরতে মরিয়া শ্যামাপ্রসাদ, পাত্তা দিচ্ছে না তৃণমূল

এই সমস্ত লিফলেটে মূল লাইনগুলি বড় করে লেখা হয়েছে যেমনটা থাকে এই ধরনের বিজ্ঞাপনে। বাকিগুলি অবশ্য ছোট ছোট আকারে লেখা। প্রতিটা লিফলেটে রয়েছে কেন এবার বামেদের ভোট দেবেন, সেই ইস্যুগুলি। প্রচারের হাতিয়ার রাজনৈতিক হিংসা, সাম্প্রদায়িকতা, কাটমানি ও মূল্যবৃদ্ধির বিরোধিতা। পাশাপাশি শিল্প, চাকরি ও পেটের ভাত মূল হাতিয়ার প্রচারের। এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে যে অভিনব উপায়ে প্রচার শুরু করেছে বামেরা ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে।

Advt

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...