Monday, August 25, 2025

এড়ানোর চেষ্টা সফল হয়নি, পদ্ম-প্রতীকে প্রার্থী হতেই হচ্ছে মুকুল রায়কে

Date:

মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি৷

দু’দশক পর একুশের বিধানসভা ভোটে ফের প্রার্থী হতেই হচ্ছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে (Mukul Roy)৷ ২০০১ সালে জগদ্দল থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল। হেরেছিলেন ওই ভোটে৷ তারপর আর ভোট ময়দানে প্রার্থী হিসাবে দেখা যায়নি মুকুল রায়কে৷ ২০০৬ থেকে পরপর দু’বার রাজ্যসভার সদস্য হন তিনি। একুশের ভোটে শীর্ষ নেতৃত্বের চাপে ফের মুকুল বাধ্য হলেন বিধানসভা ভোটে প্রার্থী হতে৷ সূত্রের খবর, প্রার্থী যাতে না হতে হয় সেজন্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মুকুল৷ কিন্তু চিঁড়ে ভেজাতে পারেননি তিনি৷ এতদিন ভোট রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও, একুশের ভোটে তাঁকে প্রার্থী হতেই হলো৷ কোন কেন্দ্রে তিনি পদ্ম-প্রার্থী হচ্ছেন, তা জানানো হবে বৃহস্পতিবার ৷

সূত্রের খবর, দিল্লির নির্দেশে ভোটে দাঁড়াচ্ছেন আরও এক দলীয় সাংসদ৷ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার প্রার্থী করা হয়েছে। জল্পনা থাকলেও এবার প্রার্থী হচ্ছেন না দেবশ্রী চৌধুরি, জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-এর মতো সাংসদরা।

ওদিকে, দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ির (Ashoke Lahiri) কেন্দ্র বদল করা হয়েছে৷ আলিপুরদুয়ারের পরিবর্তে তিনি লড়বেন বালুরঘাটে কেন্দ্র৷

আরও পড়ুন- জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version