Sunday, August 24, 2025

এড়ানোর চেষ্টা সফল হয়নি, পদ্ম-প্রতীকে প্রার্থী হতেই হচ্ছে মুকুল রায়কে

Date:

মরিয়া চেষ্টা চালিয়েও শেষরক্ষা হয়নি৷

দু’দশক পর একুশের বিধানসভা ভোটে ফের প্রার্থী হতেই হচ্ছে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে (Mukul Roy)৷ ২০০১ সালে জগদ্দল থেকে প্রার্থী হয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা মুকুল। হেরেছিলেন ওই ভোটে৷ তারপর আর ভোট ময়দানে প্রার্থী হিসাবে দেখা যায়নি মুকুল রায়কে৷ ২০০৬ থেকে পরপর দু’বার রাজ্যসভার সদস্য হন তিনি। একুশের ভোটে শীর্ষ নেতৃত্বের চাপে ফের মুকুল বাধ্য হলেন বিধানসভা ভোটে প্রার্থী হতে৷ সূত্রের খবর, প্রার্থী যাতে না হতে হয় সেজন্য মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মুকুল৷ কিন্তু চিঁড়ে ভেজাতে পারেননি তিনি৷ এতদিন ভোট রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখলেও, একুশের ভোটে তাঁকে প্রার্থী হতেই হলো৷ কোন কেন্দ্রে তিনি পদ্ম-প্রার্থী হচ্ছেন, তা জানানো হবে বৃহস্পতিবার ৷

সূত্রের খবর, দিল্লির নির্দেশে ভোটে দাঁড়াচ্ছেন আরও এক দলীয় সাংসদ৷ রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে এবার প্রার্থী করা হয়েছে। জল্পনা থাকলেও এবার প্রার্থী হচ্ছেন না দেবশ্রী চৌধুরি, জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার, সুকান্ত মজুমদার, সৌমিত্র খাঁ-এর মতো সাংসদরা।

ওদিকে, দলের কর্মী-সমর্থকদের বিক্ষোভের জেরে আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী অর্থনীতিবিদ অশোক লাহিড়ির (Ashoke Lahiri) কেন্দ্র বদল করা হয়েছে৷ আলিপুরদুয়ারের পরিবর্তে তিনি লড়বেন বালুরঘাটে কেন্দ্র৷

আরও পড়ুন- জুভেন্তাস থেকে ফের প্রাণের ক্লাব রিয়ালে ফিরছেন রোনাল্ডো, ইঙ্গিত জিদানের

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version