Thursday, November 13, 2025

ফের ভয় ধরাচ্ছে করোনা ভাইরাস , নতুন করে সংক্রমণ ছড়াল আরও চার রাজ্যে

Date:

করোনাভাইরাসের (corona virus)দ্বিতীয় ঢেউয়ের (second wave) মারাত্মক প্রভাব শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র জুড়ে। পাশাপাশি নতুন করে আরও চার রাজ্যে সংক্রমণ ছড়াতে শুরু করেছে করোনা ভাইরাস। মহারাষ্ট্র(Maharashtra) ছাড়াও পাঞ্জাব(Punjab), গুজরাত(Gujarat), কর্ণাটক(Karnataka) ও দিল্লিতে (Delhi)হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ।

মহারাষ্ট্রে (Maharashtra) একদিনেই ২৩ হাজারের বেশি নতুন সংক্রমনের ঘটনা নথিভূক্ত হয়েছে (New Covid Cases)। বিভিন্ন জেলায় লকডাউন এবং নাইট কার্ফু জারি হওয়ার পরেও মহারাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমছে না কিছুতেই । যা বাস্তবিকই চিন্তায় ফেলেছে উদ্ধব ঠাকরে সরকারকে। এই বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছেন৷ পরিস্থিতি খতিয়ে দেখতে গত সপ্তাহে সেখানে কেন্দ্র থেকে একটি বিশেষজ্ঞ দল গিয়েছিল৷ এই দলের থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতেই স্বাস্থ্যসচিব চিঠি লেখেন৷ করোনা ভাইরাসের এই হঠাৎ বৃদ্ধি কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই চিন্তা অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷

মহারাষ্ট্র ছাড়া দেশের অন্য চার রাজ্যও দ্রুত করোনা ভাইরাসে সংক্রমিতের হার বাড়তে শুরু করেছে৷ পঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ২,০৩৯ জনের নতুন করে রোগাক্রান্ত হওয়ার খবর এসেছে৷ সেরে উঠেছে ১২৭৪ জন৷ মৃত্যু হয়েছে ৩৫ জনের৷ পঞ্জাব ছাড়া, গুজরাত, কর্ণাটক, দিল্লিতেও হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে৷

 

গুজরাতে গত ২৪ ঘণ্টায় ১১২২ টি নতুন সংক্রমনের ঘটনা সামনে এসেছে৷ ৭৭৫ মানুষ সুস্থ হয়েছেন৷ ৩ জনের মৃত্যু হয়েছে৷ গুজরাতের আমেদাবাদ, সুরাত, ভদোদরা , রাজকোটে নাইট কার্ফু আরও ২ ঘণ্টা করে বাড়ানো হয়েছে৷


কর্ণাটকেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে৷ নতুন আক্রান্তের সংখ্যা ১২৭৫৷ সেরে উঠেছেন ৪৭৯ জন৷ মৃত্যু হয়েছে ৪ জনের৷ এছাড়া দিল্লিতে আক্রান্তের একদিনে সংখ্যা ৫৩৬৷ সেরে উঠেছেন ৩১৯ জন৷ মারা গেছেন ৩ জন৷

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version