Friday, August 22, 2025

তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে ১০০০ কৃষক ভোটে দাঁড়ালেন

Date:

এও এক অভিনব কৃষক (farmer protest) আন্দোলন। রাজনীতিকদের মিথ্যা প্রতিশ্রুতিতে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন তামিলনাড়ুর কৃষকরা ( farmers of Tamil Nadu)। তাই ঠিক করলেন নিজেদের দাবি মেটাতে নিজেরাই এবার বিধানসভায় যাবেন। তাই কৃষকরা (farmers file nomination) নিজেরাই ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কানগেয়াম বিধানসভা কেন্দ্রে। প্রায় এক হাজার কৃষক অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন৷ তিরুপুর জেলায় এই কানজেয়াম বিধানসভা৷

 

কৃষকদের দাবি, চাষের জন্য জল দরকার । দীর্ঘদিন ধরেই তাঁরা পরমবিকুলম- আলিয়ার প্রকল্প থেকে জল দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু রাজনৈতিক দলের কোনও নেতা কিংবা প্রশাসনের কোন কর্তাব্যক্তি, কেউই তাঁদের এই আবেদনে কর্ণপাত করেননি৷ তাই বাধ্য হয়েই তাঁরা নিজেরাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন৷

 

 

গতবছর এই দাবিতেই স্থানীয় বেশ কিছু কৃষক পাঁচ দিন অনশন করেন৷ এর পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামীর সঙ্গে বৈঠকের পর নিজেদের অনশন প্রত্যাহার করেন তাঁরা৷ অভিযোগ, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও কৃষকদের দাবিপূরণ হয়নি৷

 

সেই কারণেই এবার নিজেরাই ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রায় এক হাজার কৃষক৷ মঙ্গলবার তাঁদের মধ্যে একজন মনোনয়ন জমা দেন৷ এর পর বুধবার আরও দশজন কৃষক মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে সংখ্যাটা এক হাজার ছুঁতে পারে৷

 

 

 

তবে এই প্রথম নয়৷ তামিলনাড়ুর ইরোড জেলার মোদাকুরিচি আসনেও ২৫ বছর আগে একই ধরনের ঘটনা ঘটেছিল৷ ১৯৯৬ সালে ওই আসনে ১০১৬ জন কৃষক মনোনয়ন জমা দেন৷ যার ফলে মোদাকুরিচি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১০৩৩৷ অভূতপূর্ব পরিস্থিতিতে ওই আসনে এক মাস ভোট পিছিয়ে দিতে বাধ্য হয়েছিল নির্বাচন কমিশন৷

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version