কুস্তি প্রতিযোগিতার ফাইনালে হেরে আত্মঘাতী কুস্তিগীর রীতিকা ফোগট( ritika phogat) । গীতা ফোগট ( Geeta Phogat) ও ববিতা ফোগটের ( babita phogat) তুতো বোন রীতিকা। মাত্র ১৭ বছর বয়সি এই কুস্তিগীর যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। বৃহস্পতিবার তাঁর আত্মহত্যার খবরে শোকস্তব্ধ ক্রীড়া মহল।

ভরতপুরে ১২ থেকে ১৪ মার্চ ছিল রাজ্য স্তরের কুস্তির প্রতিযোগিতা ৷ সেখানেই ফাইনালে মাত্র এক পয়েন্টে হেরে যান রীতিকা ৷ এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা যায় ৷ ওই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন তাঁর কাকা মহাবীর ফোগট ৷ ফাইনালে পরাস্ত হওয়ার পরেই সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান নিকট আত্মীয়দের।

রীতিকার তুতো ভাই হরবিন্দ্র ফোগট জানিয়েছেন, গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে রীতিকার অকাল মৃত্যুতে ৷ রীতিকা যে মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলেন, তা কেউই আঁচ করতে পারেননি ৷

দ্রোণাচার্য পুরস্কারজয়ী কুস্তিগীর মহাবীর সিং ফোগটের কাছেই প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন রীতিকা ৷ তিনি মহাবীর ফোগটের স্পোর্টস অ্যাকাডেমিরই ছাত্রী ছিলেন ৷

আরও পড়ুন:রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে সচিন, যুবরাজরা
