Thursday, August 21, 2025

বিজেপি তালিকায় আরও এক সাংসদ, প্রার্থী হতে চলেছেন শান্তনু ঠাকুরও

Date:

আরও এক সাংসদকে প্রার্থী করছে বিজেপি৷ গেরুয়া ব্রিগেডের ৪ সাংসদ, স্বপন দাশগুপ্ত, লকেট চট্টোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, নিশীথ প্রামানিকের নাম আগেই ঘোষিত হয়েছে৷ পরে জানা গিয়েছে সাংসদ জগন্নাথ সরকারের নামও প্রার্থী হিসাবে চূড়ান্ত হয়েছে৷

এবার মতুয়া গোষ্ঠীর ভোট পেতে আরও এক সাংসদকে ভোট ময়দানে নামাচ্ছে গেরুয়া শিবির৷ বৃহস্পতিবার সকালের খবর, মতুয়া-ভোট নিশ্চিত করতে প্রার্থী করা হচ্ছে সাংসদ শান্তনু ঠাকুরকে (Santanu Thakur)। সূত্রের খবর, শান্তনুর নাম ভাবা হয়েছে হাবড়া অথবা গাইঘাটা আসনের জন্য৷

মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কিছুদিন আগে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন শান্তনু ঠাকুর। তাঁকে ‘তুষ্ট’ করতে বিজেপি নেতারা একাধিকবার শান্তনু ঠাকুরের কাছে গিয়েছিলেন। কিছুটা নরমও হয়েছিলেন এই সাংসদ৷ তখন শোনা গিয়েছিলো, শান্তনুকে মন্ত্রী করতে পারে বিজেপি। কিন্তু এর মধ্যেই এসে পড়েছে বিধানসভার ভোট। তাই মতুয়া সমাজের অন্যতম শীর্ষ-মুখ শান্তনু ঠাকুরকে সামনে রেখে মতুয়া (Matua) ভোটব্যাঙ্ক দখল করতে চায় বিজেপি৷ শীর্ষ নেতৃত্ব তাই শান্তনুকে প্রার্থী করতে আগ্রহী মতুয়া ভোটের সিংহভাগ পক্ষে আনতে৷
তবে, দিল্লিতে শীর্ষনেতৃত্ব শান্তনুর নাম পাকা করলেও জানা যায়নি শান্তনু ঠাকুর নিজে এই সিদ্ধান্তে রাজি হয়েছেন কি’না৷
প্রসঙ্গত, হাবড়ায় শান্তনুকে প্রার্থী করলে, তাঁকে লড়তে হবে তৃণমূলের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে ৷ গত বিধানসভা ভোটে এই আসনে শোচনীয় ফল করেছিলো বিজেপি। জ্যোতিপ্রিয় মল্লিক ১,০১,২৪৬ ভোট পেয়েছিলেন। বিজেপি প্রার্থী গোবিন্দ দাস পান মাত্র ২২, ৯৪৯ ভোট। অবশ্য লোকসভা ভোটে এই হাবড়া বিধানসভাতেই অনেকখানি পিছিয়ে ছিলো তৃণমূল। সে কারনেই হাবড়া কেন্দ্রে শান্তনু ঠাকুরের নাম চূড়ান্ত হতে পারে৷

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version