Saturday, August 23, 2025

ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে শ্রী সিমেন্টের সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও মিলল না কোনও সমাধান সূত্র

Date:

সাড়ে তিন ঘণ্টার বৈঠকের পরও খুললো না ইস্টবেঙ্গল( East bengal)  শ্রী সিমেন্ট (shree cement)  চুক্তির জট। বেরলো না কোন সমাধান সূত্র।

ইনভেস্টর কোম্পানির শর্ত মেনে ইস্টবেঙ্গল কি আদৌ চূড়ান্ত চুক্তিতে সই করবে? আগামী মরসুমে শ্রী সিমেন্টের সঙ্গে যুক্ত হয়েই কি  আইএসএল খেলবে লাল-হলুদ ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে লাল-হলুদ সমর্থকদের মধ‍্যে। তবে বুধবার কার্যকরী কমিটির বৈঠকের পর বোঝাই যাচ্ছে, লগ্নিকারী ও ইস্টবেঙ্গল ক্লাব, দুই শিবির নিজেদের অবস্থান থেকে সরতে রাজি নয়। ফলে এই বৈঠকেও বেরলো না কোন সমাধানসূত্র।

সূত্রের খবর, শ্রী সিমেন্টের পক্ষ থেকে লাল হলুদকে ৩১ শে মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।  তার মধ্যে শ্রী সিমেন্টের পাঠানো চুক্তিতে স্বাক্ষর না করলে বিচ্ছেদের কথা ও নাকি বলে দেওয়া হয়েছে।

এদিকে লাল-হলুদের শীর্ষ কর্তা দেবব্রত সরকার জানিয়ে দিয়েছেন, তাঁরা নিজেদের অবস্থানে এখনও অনড়। এদিন তিনি বলেন, ” চুক্তির কয়েকটা বিষয় নিয়ে আমাদের আপত্তি ছিল। সেই জন্য গত ২ ডিসেম্বর ক্লাব ও শ্রী সিমেন্টের মধ্যে মধ্যস্থতাকারী তরুণ ঝুনঝুনওয়ালার কাছে একটি খসড়া পাঠানো হয়েছিল। কিন্তু এর কোনও জবাব এখনও আসেনি। তবে এই খসড়ার ভিত্তিতে বৈঠক হলে আমরা আলোচনা করতে রাজি। এরপরেও যদি ফের সমস্যা তৈরি হয়, তাহলে ফের একবার সদস্য-সমর্থকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।” অন্য দিকে ম্যানেজিং ডিরেক্টর হরিমোহন বাঙ্গুরও তাঁর অবস্থান থেকে সরতে নারাজ। তাঁর শিবিরের স্পষ্ট দাবি চূড়ান্ত চুক্তিতে ক্লাব সই না করলে তাঁদের তরফ থেকে আর বিনিয়োগ করা সম্ভব নয়। ফলে দলের ফুটবলারদের ভবিষ্যৎ অন্ধকারে।

আরও পড়ুন:চতুর্থ টি-২০ তে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত শর্মা

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version