Monday, November 3, 2025

BJP-র এই প্রার্থীর একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুললেন তাঁর ‘স্ত্রী’

Date:

প্রার্থী হওয়ার পর ‘গুণ’ প্রকাশ পাচ্ছে বিজপির নেতা-কর্মীদের। ‘একাধিক মহিলার সঙ্গে সহবাস’এর অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী সৌমেন রায়ের বিরুদ্ধে। একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সেখানে এক মহিলা নিজেকে সৌমেন রায়ের স্ত্রী বলে দাবি করছেন। সেই সঙ্গে সৌমেন রায়ের বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ, একাধিক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জড়িয়ে তাঁর স্বামী সৌমেন। পাশাপাশি রাজগঞ্জ (Rajganj) বিধানসভা কেন্দ্রে সুপেন রায়কে বিজেপি (BJP) প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও।

আরও পড়ুন-বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শর্বরী সিনহা রায় নামে ওই মহিলা সৌমেন রায়কে তাঁর স্বামী বলে দাবি করেছেন। সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। পাশাপাশি তাঁদের কন্যাসন্তান হওয়ায় মেয়ে ও স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার স্থাপনের অভিযোগ করেছেন শর্বরী। একাধিক মহিলার সঙ্গেও সহবাস ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছেন। একইসঙ্গে পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ইতিপূর্বে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায় একাধিক সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন।

অন্যদিকে, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে সুপেন রায়কে বিজেপি প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও। বৃহস্পতিবার রাতে আমবাড়ি এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর কুশপুতুলও পোড়ান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, রাজগঞ্জ (Rajganj) কেন্দ্রে কোনও বহিরাগতকে প্রার্থী করা যাবে না। স্থানীয়দের মধ্যেই কাউকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, ভূমিপুত্রকে প্রার্থী করা না হলে শনিবার থেকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় বন্ধ থাকবে। পাশাপাশি তাঁরা জানিয়ে দিয়েছেন, দলের কোনও কর্মসূচিতে তাঁরা অংশগ্রহণ করবেন না।

Related articles

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version