আরও পড়ুন-বুথের ১০০ মিটারে শুধুই কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতা সহ একাধিক দাবিতে কমিশনে তৃণমূল
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শর্বরী সিনহা রায় নামে ওই মহিলা সৌমেন রায়কে তাঁর স্বামী বলে দাবি করেছেন। সৌমেন রায়ের বিরুদ্ধে তাঁর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ এনেছেন। পাশাপাশি তাঁদের কন্যাসন্তান হওয়ায় মেয়ে ও স্ত্রীকে ছেড়ে অন্য মহিলার সঙ্গে সংসার স্থাপনের অভিযোগ করেছেন শর্বরী। একাধিক মহিলার সঙ্গেও সহবাস ও বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ করেছেন। একইসঙ্গে পেশায় শিক্ষক বিজেপি প্রার্থী সৌমেন রায়ের ইতিপূর্বে আলিপুরদুয়ারের ফালাকাটা এলাকায় একাধিক সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন।
অন্যদিকে, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে সুপেন রায়কে বিজেপি প্রার্থী হিসেবে মানতে নারাজ স্থানীয়রা। প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বিজেপি নেতৃত্ব। পোড়ানো হয় জেলা সভাপতির কুশপুতুলও। বৃহস্পতিবার রাতে আমবাড়ি এলাকায় বিক্ষোভ দেখান বিজেপি নেতৃত্ব। পাশাপাশি জলপাইগুড়ি (Jalpaiguri) জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামীর কুশপুতুলও পোড়ান বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, রাজগঞ্জ (Rajganj) কেন্দ্রে কোনও বহিরাগতকে প্রার্থী করা যাবে না। স্থানীয়দের মধ্যেই কাউকে প্রার্থী করতে হবে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছে, ভূমিপুত্রকে প্রার্থী করা না হলে শনিবার থেকে রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের দলীয় কার্যালয় বন্ধ থাকবে। পাশাপাশি তাঁরা জানিয়ে দিয়েছেন, দলের কোনও কর্মসূচিতে তাঁরা অংশগ্রহণ করবেন না।