Saturday, August 23, 2025

দলীয় প্রার্থীদের সমর্থনে জঙ্গলমহল জুড়ে একের পর এক সভা করছেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। শুক্রবার ঝাড়গ্রামের (Jhargram) দু’জায়গায় সভা ছিল তাঁর; একটি বিনপুর অপরটির নয়াগ্রাম। দুটি সভাতেই জনসমুদ্র চোখে পড়ে। অথচ এই ঝাড়গ্রাম ও তার আশপাশের অঞ্চলে বিজেপির (Bjp) সভায় জনসমাগমই হচ্ছে না। ফলে একের পর এক সভা বাতিল করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

শুক্রবার, ঝাড়গ্রাম থেকে ঘুরে এসে নিজের ফেসবুক (Facebook) পেজে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “মানুষের সমর্থনের অভাবে ঝাড়গ্রাম জেলায় যখন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সভা বাতিল করতে হচ্ছে তখন আজ এই জেলার বিনপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আয়োজিত জনসভায় প্রখর দাবদাহ উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ও তাদের উদ্দীপনা প্রমাণ করে দিচ্ছে ঝাড়গ্রাম জেলা তথা বাংলার মানুষকে অর্থের প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করা যায় না। একসময় মাওবাদী সন্ত্রাসে দীর্ণ জঙ্গলমহল আজ মা-মাটি-মানুষের সরকারের উন্নয়নের আলোয় আলোকিত। ঝাড়গ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে শেষ রক্তবিন্দু দিয়ে তারা বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়বে এবং এ রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখবে।”

আরও পড়ুন- ‘যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে’ : দেব, লন টেনিসে মজলেন সায়ন্তিকা

এই পোস্ট দেখেই বোঝা যায়, সভার জনজোয়ার তৃণমূল সাংসদকে আরো বেশি আত্মবিশ্বাসী করেছে। একথা তিনি ঝাড়গ্রামের জনসভা থেকেও জানিয়েছেন। সেখানে তিনি বলেন, ঝাড়গ্রাম 4-0 করে বিপুল আসনে জিতে রাজ্যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বহিরাগতদের হঠাতে পূর্ণ শক্তি দিয়ে লড়াইয়ের আহ্বান জানান অভিষেক।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version