বাঁকুড়ার রানিবাঁধের তৃণমূল প্রার্থী জ্যোৎস্না মাণ্ডির হয়ে ভোট চান ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী। সেখানে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন,”যারা মানুষকে ভাল রাখবে, মানুষকে উন্নয়নের পথে নিয়ে যাবে সেই খেলা হবে। যাঁরা হিন্দু-মুসলিমকে ভাগ করে ভোট নেবে তাঁদের খেলা শেষ হবে। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাঁদের খেলা শেষ হবে। যারা মা-বোনেদের সুরক্ষিত রাখবে সেই খেলা হবে। বাংলার মানুষ যাতে ভাল থাকে, সুরক্ষিত থাকে সেই খেলা হবে।” এরপর তৃণমূলের মানুষের দুয়ারে গিয়ে যে কাজ করছে তার কথাও বলেন অভিনেতা।
বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্পের পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের কথাও নিজের বক্তব্যের মধ্যে তুলে ধরেন সাংসদ দেব। এরপরই তিনি বলেন, “খেলাটা অন্যরকম চলছে। আজকে খেলা হচ্ছে ধর্ম নিয়ে। কে হিন্দু, কে মুসলিম ভাগ করে হচ্ছে। তা হতে দেওয়া যাবে না।”