পটাশপুরের সভা থেকে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “কেন্দ্র গ্যাসের দাম বাড়িয়েছে। বিনামূল্যে চাল পেলেও রান্না করবেন কীভাবে?”
“এই ভোটটা নিছক ভোট নয়। এটা বাংলা থেকে বহিরাগতদের উঠিয়ে দেওয়ার লড়াই। এই বিজেপি শুধু বিজেপি নয়। এরা রাবণের দল, মেয়েদের উপর অত্যাচারকারী দল, দাঙ্গাবাজ দল” বলেন তৃণমূল নেত্রী।
তৃণমূল আবার ক্ষমতায় এলে তার সরকার কী কী জনকল্যাণমূলক কাজ করবে সে খতিয়ান তুলে ধরেন মমতা। দুয়ারের রেশন থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কৃষকদের অনুদান ১০ হাজার টাকা করে দেওয়া প্রকল্পের কথা তুলে ধরেন তিনি।
আরও পড়ুন:প্রতিবাদ: বিধানসভা নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থী হলেন ১০০০ বিক্ষুব্ধ কৃষক