Sunday, January 11, 2026

বিজেপির সর্বোচ্চস্তর থেকে আমন্ত্রণ পাওয়ার কথা মানলেন তৃণমূল সাংসদ দিব্যেন্দু

Date:

Share post:

অবশেষে তিনি স্বীকার করলেন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন।

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর (BJP Suvendu Adhikary)ভাই তথা তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ দিব্যেন্দু অধিকারী (MP Dibyendu Adhikary) নিজেই একথা জানালেন৷

অনেকদিন আগেই নিজের ঘরে পদ্ম ফোটানোর দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। ছোটভাই সৌমেন্দু ইতিমধ্যেই যোগ দিয়েছেন বিজেপিতে৷ ওদিকে জল্পনা তুঙ্গে প্রধানমন্ত্রীর কাঁথির সভায় হাজির থাকবেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikary)। শিশিরবাবু নিজেই জানিয়েছেন সেকথা৷ প্রসঙ্গত, দিনকয়েক আগে এক প্রশ্নের উত্তরে শিশির অধিকারী বলেছিলেন, “আমি তো আর তৃণমূলে নেই৷ কে বললো এখনও আমি তৃণমূল কংগ্রেসে আছি।” এবার তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারীও বলে দিলেন, “মুখ্যমন্ত্রী নন্দীগ্রাম থেকে আবেগের বশে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস মানুষ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শুভেন্দুর উপর নন্দীগ্রামের মানুষের ভরসা রয়েছে।” নিজের দলের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিব্যেন্দু বলেছেন, “তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বলছেন আমাকে দলের প্রত্যেকটি সভাতে ডাকা হচ্ছে। এই দাবি ডাহা মিথ্যে। ওরাই আমাকে সরিয়ে দিয়েছে”৷

আরও পড়ুন-পূর্ব মেদিনীপুরে ৩ সভা তৃণমূলনেত্রীর, ঝাড়গ্রামে অভিষেক

শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী নিজেই গেরুয়া শিবিরের আমন্ত্রণ পাওয়ার কথা জানানোয় চিত্র স্বচ্ছ হচ্ছে, তিনি বিজেপিমুখী। দিব্যেন্দু বলেছেন, “বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছি৷ সর্বোচ্চস্তর থেকেই আমাকে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।” রাজনৈতিক মহলে জল্পনা, এবার কী অধিকারী-পরিবারের সকলেই গেরুয়া হতে চলেছেন? বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাড়ি গিয়ে শিশির অধিকারীর সঙ্গে দেখা করার পর থেকেই এই নতুন সমীকরণের ইঙ্গিত দেখা দিয়েছে৷ প্রধানমন্ত্রীর কাঁথির সভার আগে দিব্যেন্দুর এই বার্তায় মেদিনীপুর তথা রাজ্যে কৌতূহল বাড়ছে, তাহলে কী একসঙ্গেই বিজেপির হাত ধরবেন শিশির-দিব্যেন্দু ?তৃণমূলের এই দুই সাংসদের বিজেপিতে যোগ দেওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা? বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল মোট ২২ আসনে জয়ী হয়৷ পক্ষান্তরে বিজেপির ঝুলিতে যায় ১৮ আসন৷ বর্ধমানের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল আগেই বিজেপিতে যোগ দেওয়ায় দু’দলের সাংসদ সংখ্যা দাঁড়ায়, তৃণমূল ২১ এবং বিজেপি ১৯৷ শিশির- দিব্যেন্দু গেরুয়া পতাকা হাতে নিলে এই সমীকরণ দাঁড়াবে যথাক্রমে ১৯ এবং ২১ সাংসদে৷ যদিও লোকসভার নথিতে সুনীল মণ্ডল বা শিশির-দিব্যেন্দু অধিকারী তৃণমূল সাংসদ হিসাবেই থাকবেন৷

Advt

spot_img

Related articles

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...

আন্টার্কটিকার বরফের তলায় সবুজ বনভূমি! বিস্ময়ের ঘোর কাটছে না গবেষকদের

দুচোখ বিস্তৃত বরফের চাঁই আর তার গভীরে লুকিয়ে সবুজের সমাহার। পৃথিবীর দক্ষিণ প্রান্তের এই মহাদেশে কোনও মনুষ্যবসতি নেই...