Monday, November 10, 2025

দলীয় কোন্দলে জেরবার বিজেপি বহিষ্কার করল দিলীপ সহ ১৫ নেতাকে

Date:

বিধানসভা নির্বাচনের(assembly election) প্রাক-মুহূর্তের বিজেপির(BJP) প্রার্থী তালিকাকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়েছে রাজ্য নেতৃত্বরা(state leader)। কোথাও দল থেকে ইস্তফা, তো কোথাও আবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েছেন বহু নেতা। একাধিক জায়গায় প্রবল বিক্ষোভ স্বাভাবিকভাবেই মাথাব্যথার কারণ হয়ে উঠেছে শীর্ষ নেতৃত্বের। এই পরিস্থিতিতে দলের রাশ শক্ত করতে কড়া পদক্ষেপ নিল অসম বিজেপি। বহিষ্কার করা হল ১৫ জন নেতাকে। বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন অসম বিজেপির প্রাক্তন উপাধ্যক্ষ দিলীপ পালও(Dilip Pal)।

বিজেপির সাধারণ সম্পাদক রাজদীপ রায় জানান, দলের সিদ্ধান্ত অমান্য করায় দিলীপ পাল-সহ ১৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্রের ধারা মোতাবেক তাঁদের বহিষ্কার করা হয়েছে ৬ বছরের জন্য। উল্লেখ্য, অসমের ১২৬ আসনের মধ্যে ৯২ আসনে লড়ছে শাসক বিজেপি। বাকি ৩৪ আসনে বিজেপির সহযোগী অসম গণ পরিষদ ও ইউনাইডেট পিপলস পার্টি লিবালরকে ছেড়ে দিয়েছে তারা। এখানে গত পাঁচ বছরের কাজকর্মের খতিয়ান দেখে গতবারের ১১ জন বিধায়ককে প্রার্থী না করার সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি। যার মধ্যে রয়েছে একজন মন্ত্রীও। এরপরই ক্ষোভে ফেটে পড়েন টিকিট না পাওয়া নেতারা। দলকে জবাব দিতে অনেকে আবার নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিদায় বিধানসভার ডেপুটি স্পিকার দিলীপ পাল।

আরও পড়ুন:নজিরবিহীন! প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রেল অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের

দলে থেকে দলের বিরুদ্ধে এহেন বিক্ষোভ স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেনি অসম বিজেপি। তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় গেরুয়া নেতৃত্বে তরফে। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় ১৫ জন নেতৃত্বকে। যারা হলেন, দিলীপকুমার পাল, রাও গজেন্দ্র সিং, প্রিয়াঙ্কা নেওগা, লখেশ্বর মোরান, তরুণ সাহু, থৈবা সিং, আশিস হালদার, ক্ষিতিশরঞ্জন পাল, সীমা এনগিপি, হেমন্ত অধিকারী, দেবজিত্‍ মোরান, রাজেশ কিষাণ ও দিলীপ দে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version