নজিরবিহীন! প্রার্থী পরিবর্তনের দাবিতে এবার রেল অবরোধ বিজেপি কর্মী-সমর্থকদের

একুশের বিধানসভা ভোটে (Assembly Election) প্রার্থী পদ নিয়ে বিজেপির (BJP) অন্দরে বিদ্রোহ তুঙ্গে। তবে এবার যা ঘটল, তা এককথায় নজিরবিহীন। বিজেপির রানাঘাট উত্তর-পূর্বের (Ranaghat North East) প্রার্থী অসীম বিশ্বাসকে পরিবর্তন করে অন্য প্রার্থী দিতে হবে। এই দাবিতে এবার রেল অবরোধের (Rail Strike) সামিল বিজেপির কর্মী-সমর্থকেরা।

আরও পড়ুন-সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাব্দী এক্সপ্রেসে

ঘটনাটা, নদিয়ার পাঁচবেড়িয়া হল্ট স্টেশনে। অবরোধের জেরে এদিন সকালে আপ শিয়ালদহ গেদে শাখার ট্রেন বেশ কিছু সময় স্টেশনে দাঁড়িয়ে থাকে। পরে রেলযাত্রীদের অনুরোধ এই অবরোধ তুলে নেন অবরোধকারীরা।