সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাব্দী এক্সপ্রেসে

সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড শতাব্দী এক্সপ্রেসে। শনিবার সকাল ৬টা ৪৫ নাগাদ ওই ট্রেনটির পণ্যবাহী কামরায় আগুন লাগে। জানা গিয়েছে, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল এই ট্রেন।

সূত্রের খবর, দিল্লি থেকে লখনউ যাচ্ছিল এই ট্রেন। শনিবার সকাল ৬টা ৪৫ নাগাদ এই আগুন লাগে। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। ট্রেনটি গাজিয়াবাদ স্টেশনে দাঁড় করিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। রেলের আধিকারিকরা জানিয়েছেন, ট্রেনটির পণ্যবাহী কামরায় আগুন লাগে। এর জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। পরে ক্ষতিগ্রস্ত বগিটি বাদ দিয়েই আবার যাত্রা শুরু করে জন শতাব্দী। এই ঘটনায় সব যাত্রীরা নিরাপদ রয়েছেন।

আরও পড়ুন-একই কেন্দ্রের যে কোনও ভোটার হতে পারেন পোলিং এজেন্ট, কমিশনের নয়া নির্দেশে বিতর্ক

দমকলের অনুমান, পণ্যবাহী কামরার পিছনে জেনারেটর থেকে আগুন লেগে থাকতে পারে। গত সপ্তাহেই দিল্লি থেকে দেহরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসে আগুন লাগে। উত্তরাখণ্ডের কাঁসরোয়ের কাছে আচমকাই ট্রেনের C-4 কামরায় আগুন লেগে যায়।