Thursday, November 13, 2025

একই কেন্দ্রের যে কোনও ভোটার হতে পারেন পোলিং এজেন্ট, কমিশনের নয়া নির্দেশে বিতর্ক

Date:

একুশের নির্বাচনে বুথে বুথে প্রার্থীদের ‘পোলিং- এজেন্ট’ নিয়োগের বিধি বদল করলো নির্বাচন কমিশন (ECI)৷ অভিযোগ উঠেছে, এই নতুন নির্দেশ বিজেপিকে (BJP) সাহায্য করার জন্যই জারি করা হয়েছে৷ বাংলার সব বুথে পোলিং- এজেন্ট (Polling Agent) বসানোর কর্মী নেই বিজেপির৷ তাই গেরুয়া শিবিরকে বাড়তি সুবিধা দিতেই নতুন এই নির্দেশিকা কমিশনের৷

কমিশনের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কোনও বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটার ওই কেন্দ্রের কোনও প্রার্থীর পোলিং এজেন্ট হতে পারবেন৷
২০০৯ সাল থেকেই নিয়ম ছিলো, কোনও কেন্দ্রের কোনও বুথে কোনও প্রার্থীর নির্বাচনী এজেন্টকে ওই বুথ বা তার লাগোয়া কোনও বুথের ভোটার হতে হবে। এর বাইরে কেউই পোলিং এজেন্ট হতে পারবেন না৷

আরও পড়ুন-কী কারণে ব্যাহত হয়েছিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ফেসবুকের পরিষেবা?

কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থীর নির্বাচনী এজেন্ট নিয়োগের বিধি শিথিল করে দিলো কমিশন। এবার নির্দিষ্ট বুথে এজেন্ট খুঁজে না পেলে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনও ভোটারকে এজেন্ট করতে পারবেন প্রার্থীরা। বিজেপি-বিরোধী দলগুলি এই সংশোধনীর প্রতিবাদ জানিয়ে বলেছে, কমিশন বিজেপির কথায় এই সিদ্ধান্ত নিয়েছে৷ বিজেপির পক্ষে লক্ষাধিক বুথে এজেন্ট বসানো সম্ভব নয়৷ বুথভিত্তিক এত কর্মীই নেই৷ তাই বিজেপিকে সুবিধা দেওয়া হলো নতুন এই নির্দেশিকায়৷ কমিশনের নতুন নিয়মে বিধানসভা কেন্দ্রের যে কোনও ভোটার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে কোনও বুথে এজেন্ট হতে পারবেন। অনেক সময় ছোট রাজনৈতিক দলগুলি নির্দিষ্ট কোনও বুথে এজেন্ট দিতে পারে না। অনেক সময় রাজনৈতিক হিংসার শিকার হওয়ার ভয়ে কেউ নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ট হতে চান না। কমিশনের এই নির্দেশে সেই সমস্যা দূর হবে বলে অনেকে মনে করছেন।
ওদিকে, কমিশন সাফাই দিয়েছে, করোনা-কারনে এবার বুথের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ তাই বিধি শিথিল করা হয়েছে৷

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version