আরও পড়ুন-‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ
সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএমের (CPM) তরুণ প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে শনিবার ভোট প্রচারে নামেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। এদিন বালি বিধানসভা কেন্দ্রের বাদামতলা এলাকায় টোটোয় চড়ে এবং পায়ে হেঁটে ভোট প্রচার করেন তিনি। শ্রীলেখার কথায়, ফুল তো মরসুমে ফোটে, কিন্তু কাস্তে হাতুড়ি তারা থাকে সারা বছর। আমি আশাবাদী হাল ফেরাতে মানুষ এবার সংযুক্ত মোর্চা মনোনীত প্রার্থীদেরই ভোট দেবেন। একইসঙ্গে তিনি বলেন, দীপ্সিতার মত তরুণ প্রজন্মের মানুষরাই পারবে হাল ফেরাতে। কারণ তাঁদের শিরদাঁড়া এখন সোজা। যে গিমিক, ভাঁওতাবাজি চলছে, তার একমাত্র বিকল্প সংযুক্ত মোর্চার প্রার্থীরা। মানুষ এখন তা বুঝতে পারছেন।