দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে অবসর নেবেন আগামী ২৩ এপ্রিল৷

শীর্ষ আদালতের পরবর্তী প্রধান বিচারপতি (chief justice of India) কে হবেন, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, এ বিষয়ে বোবদের (SA Bobde) মতামতও জানতে চেয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক৷ পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তিনি কার নাম সুপারিশ করতে চান, তা জানতে চেয়েই বোবদে’কে চিঠি লিখেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

সংশ্লিষ্ট নিয়ম বলছে, সর্বোচ্চ আদালতের যিনি সবচেয়ে বেশি অভিজ্ঞ, তাঁকেই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি পদে বসানো হবে। প্রধান বিচারপতি বোবদে যে নাম সুপারিশ করবেন, তা জানানো হবে প্রধানমন্ত্রীকে (PM Modi)। প্রধানমন্ত্রীর নির্দেশেই পরবর্তী প্রধান বিচারপতির নিয়োগ সংক্রান্ত পদক্ষেপ করবেন রাষ্ট্রপতি (President Of India)। কিন্তু প্রধান বিচারপতি যাঁর নাম সুপারিশ করবেন, তিনি ওই পদের ‘যোগ্য’ কিনা, তা নিয়ে প্রশ্ন উঠলে বাকি বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করে অন্য একজনের নাম সুপারিশ করতে পারেন। প্রসঙ্গত, এস এ বোবদের পর এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অভিজ্ঞতম বিচারপতি হলে এনভি রামন (NV Ramana)। ফলে তাঁর নামই সুপারিশ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিচারপতি হলে এনভি রামন-ই হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি৷

আরও পড়ুন- বিরল সম্মান, ‘স্পাইসজেট’-এর বিমানে আঁকা হল সোনু সুদের মুখ