বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না, সাবধান করলেন ফিরহাদ

ভোটের মরসুমে মিটিং-মিছিল-সভা জমায়েত করোনার ঝুঁকি বাড়াচ্ছে। বাড়ছে করোনা সংক্রমণ।  এমনটাই মনে করছেন চিকিৎসকেরা। তা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের তরফে ই-মেল করা হয়েছে। এদিকে “বিধি না মানলে লকডাউন এড়ানো যাবে না”, করোনা মোকাবিলা নিয়ে এবার  কড়া বার্তা দিলেন কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। কলকাতায় করোনার সংক্রমণ ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। শুক্রবারই কলকাতায় ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গত চার মাসে সর্বোচ্চ বলে জানা গিয়েছে।  মাত্র দিন     কয়েক আগেই যা ৩০ এ নেমেছিল। তাই মহানগরবাসীর কাছে  পুর প্রশাসক ফিরহাদ অনুরোধ জানালেন, ‘আমি শহরবাসীর কাছে হাতজোড় করে অনুরোধ করছি, আপনারা করোনার বিধিনিষেধ মানুন। মাস্ক পরতে হবে এবং দূরত্ববিধি মানতেই হবে।’ একইসঙ্গে ঘোষণা করলেন সচেতনতা বাড়াতে পুরসভা একগুচ্ছ নতুন কর্মসূচি গ্রহণ করতে চলেছে।। আর তা মেনে চলার ক্ষেত্রেও এ বার  কড়া পদক্ষেপ নিতে চলেছে পুলিশ এবং পুরসভাও। সেকথা শুক্রবার স্পষ্ট জানিয়ে দিলেন পুর প্রশাসক।

 

এদিন একইসঙ্গে রাজ্যবাসীকে করোনার প্রতিষেধক নেওয়ার অনুরোধ জানান ফিরহাদ। তিনি বলেন, “বয়স্ক এবং যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের টিকা নিতে অনুরোধ করছি। কোভিড টেস্ট বাড়ানোর চেষ্টা চলছে। আমার প্রত্যেককেই টিকা দেওয়ার বিষয়ে কেন্দ্রকে বলেছি। এখনও জবাব আসেনি।” শহরের করোনা পরিস্থিতি মোকাবিলায় পুরসভার পাশাপাশি এবার কড়া পদক্ষেপ করতে চলেছে পুলিশও। রাস্তায় নজরদারি বাড়ানো হচ্ছে। শুক্রবার লালবাজারে সমস্ত ডিসি-দের নিয়ে বৈঠক করেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। ওই বৈঠকে মাস্ক এবং দূরত্ববিধি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা করোনা বিধি মানবেন না, তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।  তাদের বক্তব্য, মানুষকে  সচেতন হতে হবে, তেমনই পুলিশ এবং প্রশাসনিক কর্তাদেরও কড়া হতে হবে।

 

Previous articleদল ক্ষমতায় এলে ‘পদ’ পাবেন শুভেন্দু! শোভন-বৈশাখীর ইস্তফা নিয়ে কী বললেন দিলীপ
Next articleনিয়োগের নয়া বিজ্ঞপ্তি প্রকাশ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের