Thursday, August 28, 2025

এপ্রিল ফুল হবে বিজেপি: ডেবরার রোড শো-এ জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Date:

পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং সবং-এ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পরে, শনিবার ডেবরায় রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। ডেবরা অডিটোরিয়াম থেকে ডেবরা বাজার পর্যন্ত রোড শো-এ (Road Show) ছিল জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস (Ips) হুমায়ুন কবীর (Humayun Kabir)।

এবার ডেবরা আসনটি যথেষ্ট নজরকাড়া। কারণ এখানে মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের তরফে প্রার্থী হুমায়ুন কবীর। আর তাঁর বিপরীতে বিজেপি (Bjp) প্রার্থী করেছে ভারতী ঘোষকে (Bharati Ghosh)। শনিবার, হুমায়ুনকে সঙ্গে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় তৃণমূলের কর্মী-সমর্থক যোগ দেন সেই রোড শো-তে। পা মেলান স্থানীয় বাসিন্দারাও।

ডেবরা বাজারের কাছে প্রচার ট্যাবলো থেকেই ভাষণ দেন অভিষেক। পয়লা এপ্রিল বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করার ডাক দেন তিনি। বলেন, “মোদি, অমিত শাহরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করবে বাংলার মানুষ”।

আরও পড়ুন:‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ

এর আগে সবং-এর সভায় অভিষেক বলেন, “হোয়াটসঅ্যাপ নিয়ে খুব চিন্তা হচ্ছে প্রধানমন্ত্রীর। কারণ বিজেপির লড়াই শুধু সোশ্যাল মিডিয়ায়। আর তৃণমূল মানুষের মধ্যে মিশে গিয়ে তাঁদের জন্য কাজ করে।” তিনি বলেন, “দোসরা মে বিজেপিকে বাংলা ছাড়া করব”।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version