Sunday, May 4, 2025

এপ্রিল ফুল হবে বিজেপি: ডেবরার রোড শো-এ জনজোয়ারে ভেসে বললেন অভিষেক

Date:

পশ্চিম মেদিনীপুরের দাসপুর এবং সবং-এ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করার পরে, শনিবার ডেবরায় রোড শো করেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। ডেবরা অডিটোরিয়াম থেকে ডেবরা বাজার পর্যন্ত রোড শো-এ (Road Show) ছিল জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস (Ips) হুমায়ুন কবীর (Humayun Kabir)।

এবার ডেবরা আসনটি যথেষ্ট নজরকাড়া। কারণ এখানে মুখোমুখি দুই প্রাক্তন আইপিএস। তৃণমূলের তরফে প্রার্থী হুমায়ুন কবীর। আর তাঁর বিপরীতে বিজেপি (Bjp) প্রার্থী করেছে ভারতী ঘোষকে (Bharati Ghosh)। শনিবার, হুমায়ুনকে সঙ্গে নিয়ে প্রায় আড়াই কিলোমিটার রোড শো করেন তৃণমূল সাংসদ। বিপুল সংখ্যায় তৃণমূলের কর্মী-সমর্থক যোগ দেন সেই রোড শো-তে। পা মেলান স্থানীয় বাসিন্দারাও।

ডেবরা বাজারের কাছে প্রচার ট্যাবলো থেকেই ভাষণ দেন অভিষেক। পয়লা এপ্রিল বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করার ডাক দেন তিনি। বলেন, “মোদি, অমিত শাহরা বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করছে। কিন্তু এসব করে কোনও লাভ হবে না। বিজেপিকে ‘এপ্রিল ফুল’ করবে বাংলার মানুষ”।

আরও পড়ুন:‘আমার মন স্বচ্ছ, মানুষের জন্য কাজ করতে চাই’, মনোনয়ন জমা দেওয়ার আগে বললেন যশ

এর আগে সবং-এর সভায় অভিষেক বলেন, “হোয়াটসঅ্যাপ নিয়ে খুব চিন্তা হচ্ছে প্রধানমন্ত্রীর। কারণ বিজেপির লড়াই শুধু সোশ্যাল মিডিয়ায়। আর তৃণমূল মানুষের মধ্যে মিশে গিয়ে তাঁদের জন্য কাজ করে।” তিনি বলেন, “দোসরা মে বিজেপিকে বাংলা ছাড়া করব”।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version