হলদিয়ায় তাণ্ডব চালাত গদ্দাররা, চলে যাওয়ায় বেঁচে গেছি: মমতা

দলীয় প্রার্থীদের সমর্থনে মেদিনীপুরের সভা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর নাম না করে শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) তথা অধিকারী পরিবারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করছেন মমতা। শনিবার, খেজুরির (Khejuri) সভায় তৃণমূলনেত্রী বলেন, “হলদিয়ায় আগে কয়েকজনের তাণ্ডব চলত। গদ্দার, মীরজাফররা চলে গেছে, বেঁচে গেছি”।

মমতা বন্দোপাধ্যায় অভিযোগ করেন, আগে তাঁকেও পূর্ব মেদিনীপুরে যেতে দেওয়া হত না। “এখানে আগে গদ্দারদের জমিদারি চলত”। সেই ‘গদ্দাররা’ করে খাওয়ার জন্য আজ বিজেপিতে গিয়েছে বলে তীব্র কটাক্ষ করেন তৃণমূলনেত্রী (Tmc)।

অমিত শাহের সভায় যোগ দিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ২০১৪ থেকে বিজেপির সঙ্গে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ। সেই কথাটি উল্লেখ করে শুভেন্দুর নাম না করেই তৃণমূল নেত্রী বলেন, “বলছে ২০১৪ থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ। করে খাওয়ার জন্য বিজেপিতে গেছে”

একই সঙ্গে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করেন মমতা। বলেন, “৭ বছর সরকারে থেকে কী করেছেন? নিজের নামে স্টেডিয়াম করেছেন। এরপর হয়ত দেশটাও নিজের নামে করে নেবেন”।

খেজুরির সভায় তিনি বলেন, সরকারে এলে দ্বিগুণ শিক্ষক নিয়োগ করা হবে। জেলায় জেলায় মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। ক্ষুদ্র শিল্পে ৫ লক্ষ কোটির বিনিয়োগ হবে।

Advt