Wednesday, May 14, 2025

‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

Date:

Share post:

মাঝে একদিনের ব্যবধানে রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) জনসভায় সরকার বদলের ডাক দেওয়ার পর শনিবার খড়্গপুরের(Kharagpur) জনসভায় এসে চাঁচাছোলা ভাষায় ফের একবার তৃণমূল সরকারকে আক্রমণও শানালেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলার জনগণের কাছে আবেদন জানালেন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার। খড়্গপুরের জনসভা থেকে মোদি আবেদন জানান, ‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা করব’।

খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে(TMC government) আক্রমণ শানাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েন। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’ পাশাপাশি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। বাংলায় শুধু ভোটব্যাঙ্কের রাজনীতির আর তোষণের রাজনীতি চলছে। দিদির পাঠশালা হল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট। ট্রেনিং দেওয়া হয় অরাজকতার’।

আরও পড়ুন:‘এখানে ও দাঁড়ালে ভবঘুরেরাও ভোট দিতেন না’, রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা

এর পাশাপাশি, রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। ৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা গড়ব। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।’ এছাড়াও এদিনের জনসভায় দিলীপ ঘোষের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’

Advt

spot_img

Related articles

সৃঞ্জয়ের বাড়িতে থাকা ল্যাপটপ নিতে মিথ্যে বলছেন বান্ধবী! কী বলছেন পারিবারিক বন্ধু ঝুমা

নেট মাধ্যমে বিস্ফোরক অভিযোগ। দিলীপ ঘোষের(Dilip Ghosh) স্ত্রী রিঙ্কু মজুমদারের(Rinku Majumder) প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাশগুপ্ত(Srinjoy Dashgupta) ওরফে...

গাভাসকরের প্রস্তাব মেনে বাকি ম্যাচে হতে পারে চিয়ারলিডার ও ডিজে ছাড়া

সুনীল গাভাসকরের(Sunil Gavaskar) পরামর্শকে মান্যতা দিয়ে আইপিএলে(IPL) বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই(BCCI)। সূত্রের খবর অনুযায়ী আইপিএলের বাকি ম্যাচ...

জানি কার উসকানি ছিল কৃষক অপহরণে: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্ণম সাউ ফিরে এসেছেন। কোচবিহারে বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মনকে ফিরিয়ে...

তিস্তা তোর্ষা এক্সপ্রেসের শৌচাগারেই সন্তান প্রসব বিহারের তরুণীর!

গুয়াহাটি থেকে ট্রেনে বিহারে বাড়ি ফেরার পথে প্রসব বেদনা। বুধবার নিউ আলিপুরদুয়ার (New Alipurduwar) স্টেশনে দাঁড়িয়ে থাকা তিস্তা...