Wednesday, December 3, 2025

‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

Date:

Share post:

মাঝে একদিনের ব্যবধানে রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) জনসভায় সরকার বদলের ডাক দেওয়ার পর শনিবার খড়্গপুরের(Kharagpur) জনসভায় এসে চাঁচাছোলা ভাষায় ফের একবার তৃণমূল সরকারকে আক্রমণও শানালেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলার জনগণের কাছে আবেদন জানালেন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার। খড়্গপুরের জনসভা থেকে মোদি আবেদন জানান, ‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা করব’।

খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে(TMC government) আক্রমণ শানাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েন। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’ পাশাপাশি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। বাংলায় শুধু ভোটব্যাঙ্কের রাজনীতির আর তোষণের রাজনীতি চলছে। দিদির পাঠশালা হল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট। ট্রেনিং দেওয়া হয় অরাজকতার’।

আরও পড়ুন:‘এখানে ও দাঁড়ালে ভবঘুরেরাও ভোট দিতেন না’, রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা

এর পাশাপাশি, রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। ৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা গড়ব। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।’ এছাড়াও এদিনের জনসভায় দিলীপ ঘোষের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’

Advt

spot_img

Related articles

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...

হিসাবে কমছে দেশের বেকারত্ব! অভিষেকের প্রশ্নের জবাবে সংখ্যাতত্ত্ব পেশ কেন্দ্রের

জিডিপি-র অঙ্কে ভারত ক্রমশ উন্নতি করছে। জিডিপি বৃদ্ধির হারে রেকর্ড করে গত তিন মাসে প্রভূত উন্নতি হয়েছে দেশের,...