Friday, November 7, 2025

‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ভুল শুধরে সোনার বাংলা গড়ব’, খড়্গপুরে বললেন মোদি

Date:

Share post:

মাঝে একদিনের ব্যবধানে রাজ্য সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বৃহস্পতিবার পুরুলিয়ার(Purulia) জনসভায় সরকার বদলের ডাক দেওয়ার পর শনিবার খড়্গপুরের(Kharagpur) জনসভায় এসে চাঁচাছোলা ভাষায় ফের একবার তৃণমূল সরকারকে আক্রমণও শানালেন নরেন্দ্র মোদি। একইসঙ্গে বাংলার জনগণের কাছে আবেদন জানালেন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার। খড়্গপুরের জনসভা থেকে মোদি আবেদন জানান, ‘৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা করব’।

খড়গপুরের কল্যাণ মণ্ডপ মাঠে বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে(TMC government) আক্রমণ শানাতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তিনি বলেন, ‘বাংলায় দিদি উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েন। বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিদি। বাংলার মানুষ আপনাকে ১০ বছর দিয়েছিল। কিন্তু ১০ বছরে আপনি মানুষকে কুশাসন দিয়েছেন। এখানে কেন্দুপাতা বিক্রি করতেও কাটমানি দিতে।’ পাশাপাশি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে মোদী বলেন, ‘দিদি বেকার যুবক-যুবতীদের ১০ বছর কেড়ে নিয়েছেন। বাংলায় শুধু ভোটব্যাঙ্কের রাজনীতির আর তোষণের রাজনীতি চলছে। দিদির পাঠশালা হল নির্মমতার পাঠশালা। দিদির পাঠশালায় সিলেবাস তোলাবাজি, কাটমানি সিন্ডিকেট। ট্রেনিং দেওয়া হয় অরাজকতার’।

আরও পড়ুন:‘এখানে ও দাঁড়ালে ভবঘুরেরাও ভোট দিতেন না’, রত্নার পাশে দাঁড়িয়ে বললেন শোভনের দাদা

এর পাশাপাশি, রাজ্যবাসীর কাছে তিনি আবেদন জানান, ‘আপনারা কংগ্রেস, বাম, তৃণমূলকে দেখেছেন। ৫ বছর সুযোগ দিন, ৭০ বছরের ক্ষতি সংশোধন করে সোনার বাংলা গড়ব। আপনাদের অসুবিধা দূর করতে দিনরাত পরিশ্রম করব। আদিবাসীদের সংরক্ষণের ব্যবস্থা করব। কৃষি ও শিক্ষার উন্নয়নে বিশেষ ব্যবস্থা করা হবে।’ এছাড়াও এদিনের জনসভায় দিলীপ ঘোষের প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘আমাদের সৌভাগ্য দিলীপ ঘোষের মতো নেতা পেয়েছি। দিদির হুমকিতে ভয় পাননি দিলীপ। ভয়, হামলা সত্ত্বেও মাটি কামড়ে পড়ে আছেন।’

Advt

spot_img

Related articles

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...

KIFF: চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই সত্যজিৎ স্মরণ, নন্দনে শ্রদ্ধার্ঘ্য ঋত্বিক ঘটককে

মহানগরীতে সিনে উৎসবের মেজাজ, শুরু হয়ে গেল ৩১-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival)। বৃহস্পতিবার...

রাজারহাটে যাত্রীবোঝাই বাস উল্টে দুর্ঘটনা, আহত বহু

শুক্রবার সাত সকালে রাজারহাটের হাড়োয়া খালি উল্টে গেল যাত্রীবোঝাই বাস (Bus Accident in Rajarhat)। বেড়াচাঁপার দিক থেকে করুণাময়ীর...