Sunday, November 16, 2025

নন্দীগ্রামের বামপ্রার্থী মীনাক্ষীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

Date:

বাম প্রার্থীকে জেতাতে খোলা চিঠি। রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামের (nandigram) সিপিএম (CPM) প্রার্থী মীনাক্ষী মজুমদারের সমর্থনে আবেদন বর্ষীয়ান বামপন্থী চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের। দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইয়ে নামা তরুণ বাম প্রার্থীর সমর্থনে কী লিখলেন তরুণ মজুমদার?

নিজের বক্তব্য জানিয়ে খ্যাতনামা পরিচালক তরুণ মজুমদার (Tarun Majumdar) লেখেন, ”বিশেষ কারণে আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের নাম খবরের শিরোনামে উঠে এসেছে। প্রার্থীদের মধ্যে একজনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অপরজন শুভেন্দু অধিকারী। এই সেদিন পর্যন্ত আজ ওঁরা এক পার্টিতেই ছিলেন। আজ কী কারণে জানি না এঁরা পরস্পরের প্রতি রণহুংকার ছাড়ছেন। মিডিয়া ব্যস্ত এঁদের মচকানো পা আর ভাঙা গলার কসরৎ নিয়ে। এঁদের পাশাপাশি আরও একটি অল্পবয়সী মেয়ে আছে। যে হাতে লাল পতাকা নিয়ে গ্রামে গ্রামে ঘুরছে আর মানুষকে বোঝাচ্ছে যে, এই নিদারুণ সংকটে আমরা যদি ঠিক পথ না বেছে নিই, যদি হাতে হাত ধরে চলতে না পারি, তাহলে সামনে ঘোর বিপদ। মেয়েটির নাম মীনাক্ষী মুখার্জি। গর্ব করার মত মেয়ে। আপনারাই পারেন ওকে জিতিয়ে আনতে।”

আরও পড়ুন:অপছন্দের প্রার্থী, বিজেপি ছাড়লেন নদিয়ার ১৭ জন কর্মী

তৃণমূল-বিজেপি বিভাজনে দীর্ণ টলিপাড়ায় সম্প্রতি তৈরি হওয়া বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী শিল্পীদের ‘বিকল্প আছে’ মঞ্চের অন্যতম মুখ তরুণ মজুমদার। যাদবপুরে ‘বিকল্প আছে’ মঞ্চের একটি অনুষ্ঠানে গিয়ে তরুণ মজুমদার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘ভয়ংকর’ বলে উল্লেখ করেন। প্রত্যাশিতভাবেই এবার নজরকাড়া নন্দীগ্রাম কেন্দ্রে বাম প্রার্থীর সমর্থনে কলম ধরলেন বর্ষীয়ান বামপন্থী পরিচালক।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version