Monday, August 25, 2025

পাহাড়ের ৩ আসনে প্রার্থী বিনয় তামাংয়ের, পাল্টা প্রার্থী দিতে পারেন বিমল গুরুং

Date:

অবশেষে পাহাড়ে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন গোর্খা জনমুক্তি মোর্চার (বিনয় গোষ্ঠী) নেতা বিনয় তামাং (BinoyTamang)।

একুশের নির্বাচনে পাহাড়ে প্রার্থী দেয়নি তৃণমূল।পাহাড়ের ৩ আসন বাদ দিয়ে ২৯১টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াংয়ে দলের প্রার্থী ঘোষণা করেছেন বিনয় তামাং৷ তিনি জানিয়েছেন,

◾কালিম্পং – রুদেন লেপচা

◾দার্জিলিং – রাজ পোখরাল

◾কার্শিয়াং – শেরিং লামা দাহাল

এদিকে, পাহাড়জুড়ে জল্পনা, বিনয় তামাং গোষ্ঠীর একতরফা প্রার্থী ঘোষণা কিছুতেই মেনে নেবেন না মোর্চার প্রতিষ্ঠাতা বিমল গুরুং (Bimal Gurung)৷ গুরুং যে কোনও মুহুর্তে একই আসনে তাঁর ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারেন৷ পাহাড়ে এই ৩ আসনে মোর্চার দুই শিবির আলাদা আলাদা প্রার্থী দিলে আদতে লাভ হবে বিজেপি’র৷ এমনই অভিমত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- টিকিট না পেয়ে প্রদীপ প্রসাদের তোপ আবদুল মান্নানকে, পু্নর্বিবেচনার দাবিতে চিঠি AICC-কে

প্রসঙ্গত, একসময় বিজেপিকে সমর্থন করলেও মাসকয়েক আগে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেন মোর্চা-সুপ্রিমো বিমল গুরুং। ওদিকে, দলের প্রার্থী ঘোষণার সময়ই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পাহাড়ের ৩ আসন থেকে লড়বেন ‘বন্ধুরা’। ওই ৩ আসনে তৃণমূল প্রার্থী দেবে না।
এখন প্রশ্ন উঠেছে, গুরুংয়ের ফিরে আসা মানতে না পেরে বিনয় তামাং তাঁর প্রার্থীর নাম জানানোর পর বিমল গুরং এবার নিজের ৩ প্রার্থীর নাম ঘোষণা করে দিলে, তৃণমূল কোন গোষ্ঠীকে ‘বন্ধু’ হিসাবে মানবে ?

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version