Tuesday, November 4, 2025

খুব শীঘ্রই শিয়ালদা -হাওড়া থেকে চলবে ২২টি বেসরকারি ট্রেন

Date:

সরকারি লাইনে বেসরকারি রেল। রেল বেসরকারিকরণের ( privatisation of Indian railway) ইঙ্গিত কেন্দ্রের বিজেপি সরকার আগেই দিয়েছিল। সরাসরি না হলেও ঘুরপথে রেলের বেসরকারিকরণের পথে কয়েক ধাপ এগিয়ে গেল কেন্দ্র। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে দেশজুড়ে ১০৯ জোড়া রুটে মোট ১৫১ টি বেসরকারি ট্রেন চলাচল করবে। তারমধ্যে শিয়ালদহ- হাওড়া থেকে ছাড়বে ২২ টি ট্রেন। যাবে চেন্নাই, দিল্লির আনন্দবিহার, রাচি, পুনে গুয়াহাটি ও ভাগলপুর।

রুট গুলির জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার কাছ থেকে দরপত্র চাওয়া হয়েছে। কিছু রুটে ইতিমধ্যেই বরাদ্দ হয়ে গিয়েছে। প্রথম পর্যায়ে ২০টি বেসরকারি সংস্থা পরিবহন ও পরিকাঠামো তৈরিতে আগ্রহপত্র জমা দিয়েছে। যেমন, টাটা রিয়েলটি ইনফ্রাস্ট্রাকচার, আদানি গোষ্ঠী, এসেলl গ্রুপ ইত্যাদি। তবে এই সংস্থাগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ রেলপথের দাবিদার আদানি গোষ্ঠী। বিভিন্ন বন্দর এবং নানা বাণিজ্যিক এলাকায় শুধুমাত্র মাল পরিবহনের জন্য ব্যবহার হবে। এছাড়াও রয়েছে পরিকাঠামো তৈরির কাজ। যে ক্ষেত্রে প্রথমে রয়েছে এসেল গ্রুপের নাম তারপর টাটা গোষ্ঠীর। ২০২৩-২৪ আর্থিক বছরেই বেসরকারি রেল চালানোর পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। প্রথম পর্যায়ে ১২টি ট্রেন চালু করা হবে। ২০২৭ সালের মধ্যে ১৫২ টি ট্রেনই চালু হয়ে যাবে। ১৬ টি করে কোচ থাকবে। রেল স্টেশনগুলিকে গড়ে তোলা হবে বিমানবন্দরের আদলে। প্রথম ধাপে ৯০ টি রেলস্টেশনকে সাজিয়ে তোলা হবে। যাত্রী স্বাচ্ছন্দ থেকে শুরু করে যাত্রীদের সুরক্ষার দিকে কড়া নজর রাখা হবে। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, কখনোই রেলের বেসরকারিকরণ হবে না। রেলের পরিবহন ও পরিকাঠামো উন্নয়নের জন্য বেসরকারি সংস্থার সাহায্য নেওয়া হবে। যে পদক্ষেপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যাত্রী পরিষেবা ১০০ শতাংশ নিশ্চিত ও আরামদায়ক করতে সরকারি ও বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version