Friday, December 19, 2025

বাঁকুড়ায় ‘খেলা শেষের’ আহ্বান মোদির

Date:

Share post:

রাজ্যে ভোট শুরুর আগে আজ শেষ রবিবার ৷ তাই প্রচারে কোনও খামতি রাখতে চাননি প্রধানমন্ত্রী ৷
গতকাল খড়গপুরে সভার পর আজ আবার বাঁকুড়ায় নির্বাচনী প্রচার করলেন নরেন্দ্র মোদি ৷ বাঁকুড়ার তিলাবেদি মাঠে সভা করেন তিনি ৷ভোটের দিনক্ষণ ঘোষণার পর এই নিয়ে চতুর্থবার প্রচার করলেন প্রধানমন্ত্রী।
মাথা নুইয়ে এই পবিত্র মাটি প্রণাম করার কথা বলেন মোদি।
তিনি বলেন, আসল পরিবর্তন, বাংলায় বিকাশের জন্য।আসল পরিবর্তন, গরীবের দুর্দশা দূর করার জন্য । আসল পরিবর্তন, উন্নয়নের জন্য।
আসল পরিবর্তন, বাংলায় বিজেপি এনে দেখাবে।
বাংলায় এমন একটা সরকার আসছে, যারা দুর্নীতিবাজদের জেলে ভরবে বলে প্রচ্ছন্ন হুমকি মোদির। তিনি বলেন, বাংলায় এমন একটা সরকার আসছে, যারা পাইপয়সা পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দেবে। বিজেপি এলে মায়ের পুজো হবে, মানুষের সম্মান হবে, দাবি মোদির।
বাঁকুড়া থেকে মুখ্যমন্ত্রীকে বার্তা দিয়ে মোদি এদিন বলেন, তৃণমূল কর্মীরা ছবি আঁকছেন আমার মাথায়। বাংলার উন্নয়নকে লাথি মারতে দেবো না। তার প্রশ্ন, কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যকে দিয়েছে। কিন্তু বাঁকুড়ায় জল নেই কেন ? জমিতে জল নেই কেন ?
তার বক্তব্য, এ বার খেলা শেষ হবে, বিকাশ আরম্ভ হবে।এবার খেলা শেষ হবে, উন্নয়ন হবে।
তার অভিযোগ, কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত বাংলায় হয়নি কারণ এই প্রকল্পে ‘স্ক্যাম’ করা যায় না। এই ভাবেই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন নরেন্দ্র মোদি। ইভিএম নিয়ে বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী যে প্রশ্ন তুলছেন, তাকেও এদিন কটাক্ষ করতে ছাড়েন নি মোদি ।
এদিনও তিনি বলেন, উন্নয়ন সবচেয়ে বেশি করতে হলে বাংলায় বিজেপির সরকার দরকার। বাঁকুড়া থেকে ফের ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার আহ্বান জানান নমো।

spot_img

Related articles

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...