Saturday, August 23, 2025

নির্বাচন চলাকালীন এবার পুর প্রশাসক হিসেবে আর কাজ করতে পারবেন না ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। তবে এ সিদ্ধান্ত শুধু কলকাতা পুরনিগমেই নয়, রাজ্যের যে পুরসভা বা পুরনিগমের চেয়ারম্যান ও মেয়রের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা কেউই নির্বাচনের সময় পুরপ্রশাসকের ভূমিকায় থাকতে পারবেন না। তবে রাজ্যে উন্নয়নের কাজ যাতে থেমে না থাকে তাই আগামী সোমবারের মধ্যেই ওই পদগুলিতে সরকারি আধিকারিকদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে।
অতিমারির জেরে রাজ্যে পুরসভার নির্বাচন করানো সম্ভব হয়নি। তাই যার ফলে মেয়াদ শেষ হয়ে গিয়েছে প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। কিন্তু নাগরিক পরিষেবা যাতে ব্যহত না হয় তা নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে পুরসভার কাজ পরিচালনা করার জন্য বিদায়ী মেয়রদেরই দায়িত্ব দেওয়া হয়। বলা যেতে পারে কলকাতা পুরনিগমের পুরপ্রশাসক পদে এতদিন অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইভাবে শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক পদে বসানো হয়েছিল অশোক ভট্টাচার্যকে।
কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই বিরোধী শিবির এইনিয়ে সরব হয়। রাজ্যের পুরসভা ও পুরনিগমের প্রশাসকরা নির্বাচনের সময় ভোটারদের ওপর তাঁদের প্রভাব ঘটাতে পারেন বলে দাবি করে তারা। এরপর এই মর্মে দিন কয়েক আগেই নির্বাচন কমিশনে যায় গেরুয়া শিবির। তাদের সেই দাবিকেই কার্যত সিলমোহর দিয়ে কমিশন জানায়, আগামী সোমবার সকাল ১০টার মধ্যেই পুরপ্রশাসকের পদ থেকে সরতে হবে সকল রাজনৈতিক কর্তাব্যক্তিদের।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version