অতিমারির জেরে রাজ্যে পুরসভার নির্বাচন করানো সম্ভব হয়নি। তাই যার ফলে মেয়াদ শেষ হয়ে গিয়েছে প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। কিন্তু নাগরিক পরিষেবা যাতে ব্যহত না হয় তা নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে পুরসভার কাজ পরিচালনা করার জন্য বিদায়ী মেয়রদেরই দায়িত্ব দেওয়া হয়। বলা যেতে পারে কলকাতা পুরনিগমের পুরপ্রশাসক পদে এতদিন অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইভাবে শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক পদে বসানো হয়েছিল অশোক ভট্টাচার্যকে।
কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই বিরোধী শিবির এইনিয়ে সরব হয়। রাজ্যের পুরসভা ও পুরনিগমের প্রশাসকরা নির্বাচনের সময় ভোটারদের ওপর তাঁদের প্রভাব ঘটাতে পারেন বলে দাবি করে তারা। এরপর এই মর্মে দিন কয়েক আগেই নির্বাচন কমিশনে যায় গেরুয়া শিবির। তাদের সেই দাবিকেই কার্যত সিলমোহর দিয়ে কমিশন জানায়, আগামী সোমবার সকাল ১০টার মধ্যেই পুরপ্রশাসকের পদ থেকে সরতে হবে সকল রাজনৈতিক কর্তাব্যক্তিদের।