Monday, August 25, 2025

নির্বাচন চলাকালীন এবার পুর প্রশাসক হিসেবে আর কাজ করতে পারবেন না ফিরহাদ হাকিম। নির্বাচন কমিশনের নির্দেশেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। তবে এ সিদ্ধান্ত শুধু কলকাতা পুরনিগমেই নয়, রাজ্যের যে পুরসভা বা পুরনিগমের চেয়ারম্যান ও মেয়রের মেয়াদ শেষ হয়েছে, তাঁরা কেউই নির্বাচনের সময় পুরপ্রশাসকের ভূমিকায় থাকতে পারবেন না। তবে রাজ্যে উন্নয়নের কাজ যাতে থেমে না থাকে তাই আগামী সোমবারের মধ্যেই ওই পদগুলিতে সরকারি আধিকারিকদের প্রশাসক হিসেবে নিয়োগ করা হবে।
অতিমারির জেরে রাজ্যে পুরসভার নির্বাচন করানো সম্ভব হয়নি। তাই যার ফলে মেয়াদ শেষ হয়ে গিয়েছে প্রাক্তন পুরবোর্ডের সদস্যদের। কিন্তু নাগরিক পরিষেবা যাতে ব্যহত না হয় তা নিশ্চিত করতে অস্থায়ী ব্যবস্থা হিসেবে পুরসভার কাজ পরিচালনা করার জন্য বিদায়ী মেয়রদেরই দায়িত্ব দেওয়া হয়। বলা যেতে পারে কলকাতা পুরনিগমের পুরপ্রশাসক পদে এতদিন অস্থায়ীভাবে নিযুক্ত ছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। একইভাবে শিলিগুড়ি পুরনিগমের পুরপ্রশাসক পদে বসানো হয়েছিল অশোক ভট্টাচার্যকে।
কিন্তু বিধানসভা ভোট এগিয়ে আসতেই বিরোধী শিবির এইনিয়ে সরব হয়। রাজ্যের পুরসভা ও পুরনিগমের প্রশাসকরা নির্বাচনের সময় ভোটারদের ওপর তাঁদের প্রভাব ঘটাতে পারেন বলে দাবি করে তারা। এরপর এই মর্মে দিন কয়েক আগেই নির্বাচন কমিশনে যায় গেরুয়া শিবির। তাদের সেই দাবিকেই কার্যত সিলমোহর দিয়ে কমিশন জানায়, আগামী সোমবার সকাল ১০টার মধ্যেই পুরপ্রশাসকের পদ থেকে সরতে হবে সকল রাজনৈতিক কর্তাব্যক্তিদের।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version