বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। রবিবার, গেরুয়া শিবিরের ইস্তাহার প্রকাশের পর নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handle) অভিষেক লেখেন, “অদ্ভূত বিষয় পর্যটকদল বাংলার নির্বাচনের জন্য একজন গুজরাটির হাত দিয়ে নিজেদের জুমলা ম্যানিফেস্টো প্রকাশ করল”।

Absurd how the Tourist Gang relased their jumla-laden Manifesto for Bengal polls in the hands of a Gujarati!
A party that cannot find sufficient candidates for all 294 seats in Bengal is now faltering to find local leadership for such key events!#BengalRejectsGujaratiManifesto
— Abhishek Banerjee (@abhishekaitc) March 21, 2021
অভিষেক তীব্র কটাক্ষ করে লেখেন, যে দল বাংলার নির্বাচনের ২৯৪ টা আসনের জন্য প্রার্থী খুঁজে পায় না তারা এখন ইস্তাহার প্রকাশ করার জন্য স্থানীয় নেতা ও পাচ্ছে না!

আরও পড়ুন-নন্দীগ্রামে লড়াই কঠিন বুঝেই তমলুকের কর্মীদের সঙ্গে আলাদা বৈঠকে শাহ

বিজেপির (Bjp) ইস্তাহার প্রকাশের পরে সেটাকে জুমলা আখ্যা দিয়েছে সব বিরোধীরাই। একদিকে তৃণমূল সাংসদ সৌগত রায় যেমন এই ইস্তাহারের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছেন। একইভাবে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী জুমলা ইস্তাহার নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। এবার আক্রমণ শানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

