এদিকে এই ঘটনায় টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় বলেন, “তৃণমূল কংগ্রেসের বহু অফিস বোমা বাঁধার কারখানা হয়ে গেছে। ‘খেলা হবে’ একটা ভাল রকম হুমকি। একটা দল এই স্লোগানকে ব্যবহার করে যে এই ধরনের কাজ করতে পারে সেটা তৃণমূলকে (TMC) না দেখলে বোঝা যায় না।”
অন্যদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, “খুব দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয়। খুবই লজ্জার। মানুষ এখন বিপন্নতার মধ্যে ভুগছে। ক্ষমতা জাহির করা হচ্ছে। বাংলার বিবেক কোথায়? এই বাংলা কেউ চায়নি।”
গোটা ঘটনায় শোকপ্রকাশ করে তৃণমুল নেতা সৌগত রায় বলেন, “বিষয়টি নিয়ে রাজনীতি না করাি ভাল।বরং যথাযথ তদন্ত হওয়া উচিত”।