কলকাতায় করোনা পরিস্থিতির অবনতি, বন্ধ হলো দু’টি স্কুল

অবনতি হচ্ছে কলকাতার করোনা (Corona) পরিস্থিতির। সংক্রমণের জেরে বন্ধই (Closed) করে দিতে হল দক্ষিণ কলকাতার দুই নামজাদা বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল (School)।

লকডাউনের পর রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছে৷ কিন্তু স্কুল চালু হতেই করোনাভাইরাসের প্রকোপও বাড়তে শুরু করেছে শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে৷ আর সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধির জেরেই বন্ধ করে দিতে হল লা মার্টিনিয়ার ফর বয়েজে (La Martiniere for Boy’s ) এবং সেন্ট লরেন্স (St Lawrence Boy’s) স্কুল৷

আরও পড়ুন:বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

লা মার্টিনিয়ারের দশম শ্রেণির এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছে। আর সেন্ট লরেন্সে আক্রান্ত হয়েছেন এক শিক্ষক। দুই স্কুলের এই সিদ্ধান্ত বোর্ড পরীক্ষার আগে বিপাকে ফেলেছে পড়ুয়াদের। এক দিকে বোর্ডের পরীক্ষা অন্য দিকে করোনার থাবা আতঙ্ক তৈরি করেছে অভিভাবকদের মধ্যেও।
লা মার্টস কর্তৃপক্ষ জানিয়েছেন, সাবধানতার জন্য প্রাথমিকভাবে ৭ দিন স্কুল বন্ধ রাখা হচ্ছে। বালিগঞ্জ সার্কুলার রোডের সেন্ট লরেন্স স্কুল ২৯ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

Advt

Previous articleবিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের
Next articleতিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে, দাবি শমীকের