চূড়ান্ত প্রস্তুতির রিপোর্ট নিতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

রাজ্যে প্রথম দফার নির্বাচনের (Assembly Election) আর এক সপ্তাহ বাকি নেই। আগামী ২৭ মার্চ শুরু হয়ে যাচ্ছে ভোট গ্রহণ পর্ব। তার আগে আজ, সোমবার রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission Of India) ফুল বেঞ্চ। আগামীকাল, মঙ্গলবার উত্তরবঙ্গে যাবে কমিশনের ফুল বেঞ্চ। মূলত, বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির সার্বিক রিপোর্ট নিতেই রাজ্য সফরে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন-তৃণমূলের ইস্তাহার, অনেক প্রতিশ্রুতির মধ্যে ১০ টি

তার আগে গতকাল, রবিবার রাজ্যের সব জেলার জেলাশাসক ও পুলিশের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন CEO আরিজ আফতাব (Ariz Aftab)। কমিশন সূত্রে খবর, এদিন আরিজ আফতাব ও নির্বাচন কমিশনের অন্যান্য কর্তারা এডিজি আইন শৃঙ্খলা জগমোহন, প্রত্যেক জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। জেলাশাসকদের জোর প্রস্তুতি নিতে বলা হয়েছে। ভোটের সর্বশেষ প্রস্তুতি, মনোনয়নপত্র দাখিল কেমন চলছে, বিভিন্ন মনোনয়নকেন্দ্রে কেমন পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনীর মোতায়নের পরিকল্পনা সহ সব তথ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। যা সুনীল অরোরার নেতৃত্বাধীন ফুল বেঞ্চের কাছে পেশ করা হবে।