Friday, November 21, 2025

খড়গপুর আইআইটিতে চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার! রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

Date:

খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT) চতুর্থ বর্ষের পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্র মহারাষ্ট্রের বাসিন্দা, নাম অনিকেত ওয়ালকর (২২)। তিনি ওশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নোভাল আর্কিটেকচার (Ocean Engineering and Naval Architecture) বিভাগের ছাত্র ছিলেন। রবিবার রাতে সহপাঠীদের ডাকাডাকিতে সাড়া না মেলায় নিরাপত্তারক্ষীরা আইআইটির জগদীশচন্দ্র বোস হস্টেলের দরজা ভেঙে রুমে ঢুকতেই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আত্মহত্যা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। শুরু হয়েছে তদন্ত।

মহারাষ্ট্রের গোন্ডিয়া জেলার বাসিন্দা অনিকেত থাকতেন আইআইটি খড়গপুরের জগদীশচন্দ্র বসু (J.C Bose) হলে। তাঁর রুম নম্বর ছিল সি-২১৪(C- 214)। সূত্রের খবর, রবিবার রাতে হস্টেলে নিজের ঘরেই ছিলেন মহারাষ্ট্রের ওই ছাত্র। সহপাঠীরা ডাকাডাকি করলেও সাড়া না-মেলায় খবর যায় নিরাপত্তারক্ষীদের কাছে। তাঁরা দরজা খুলে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলন্ত অনিকেতকে দেখে পুলিশে খবর দেন। আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য, ছাত্র মৃত্যুর তদন্তে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে খড়গপুর টাউন থানার পুলিশ (Kharagpur Town Police)।

গত ১২ জানুয়ারি আই আই টি ক্যাম্পাস থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র একুশ বছর বয়সী সাওন মালিকের দেহ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনার তিনমাসের মাথায় ফের এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে। মৃতের পরিবারের সদস্যরা ইতিমধ্যেই বাড়ি থেকে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

Related articles

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ।...

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিরোধী নয় ফেডারেশন: জানালেন স্বরূপ-রাহুল-পাভেলরা

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা...
Exit mobile version