Thursday, December 25, 2025

‘ধৃতরাষ্ট্র’ শিশিরদা তৈরি থাকুন, গল্পের শেষটা কিন্তু এক: কুণাল

Date:

Share post:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হয়ে নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে কাঁথির অধিকারী পরিবার তথা নন্দীগ্রামের বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, নন্দীগ্রামের মহম্মদপুর, কালীচরণপুর-সহ একাধিক জায়গায় সভা করেন কুণাল। সেখান থেকে তিনি বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সব সুবিধা নিয়ে, তাঁর বিশ্বাসের অমর্যাদা করে, এজেন্সির ভয়ে ভোটের আগে বিজেপিতে গিয়েছে- সেই ‘গদ্দার’দের নন্দীগ্রাম কখনও ক্ষমা করবে না। এই প্রসঙ্গেই তৃণমূল মুখপাত্র বলেন, শিশির অধিকারী বয়োজ্যেষ্ঠ। সুতরাং তাঁকে কোনও কটূক্তি করতে তাঁর রুচিতে বাধে। কিন্তু কুণাল মনে করিয়ে দেন, মহাভারতের পুত্র-স্নেহের অন্ধ ধৃতরাষ্ট্র রাজধর্ম পালন না করায় শেষে কী পরিণতি হয়েছিল। কুণাল বলেন, “শিশিরদা তৈরি থাকুন গল্পের শেষটা কিন্তু এক”।

পূর্ব মেদিনীপুর জুড়ে তীব্র গরম। অথচ সেসব উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা তৃণমূলের সভার জন্য অপেক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন তৃণমূল মুখপাত্রের সভাগুলিতে ছিল উপচে পড়া ভিড়। উল্লেখযোগ্যভাবে ছিল স্থানীয় মহিলাদের উপস্থিতি। তাঁরা সংঘবদ্ধভাবে সভায় হাজির ছিলেন। যখনই মঞ্চ থেকে থেকে দলবদলুদের কথা উঠেছে, তখনই জনগণের তরফ থেকে আওয়াজ উঠেছে, ‘মীরজাফর’, “গদ্দার’। “খেলা হবে” থেকে শুরু করে “বাংলা নিজের মেয়েকে চায়” স্লোগানে স্লোগানে ভরা ছিল নন্দীগ্রামে কুণাল ঘোষের প্রচার সভাগুলি।

কলকাতার (Kolkata) নেতাদের হাতের কাছে পেয়ে, এদিন বেশ কিছু অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রথম অভিযোগ ছিল, নন্দীগ্রাম থানার ওসির পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছেন। দ্বিতীয় অভিযোগ, কোনও এক রাজনৈতিক দলের নেতা ভোট কিনতে এলাকায় প্রচুর টাকা ছড়াচ্ছেন।

তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং যুবনেতা সুদীপ রাহাও এদিন নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করেন। নন্দীগ্রামে এলাকাভিত্তিক সভায় তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত যোগদান নজরে পড়ে।

Advt

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...