সিবিআইয়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে ফেরার বিনয় মিশ্র

CBI-এর বিরুদ্ধে ফের হাইকোর্টে কয়লা-কাণ্ডে ফেরার বিনয় মিশ্র।

কয়লা-কাণ্ডের তদন্তে CBI-এর পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে সোমবার কলকাতা হাইকোর্টে (Highcourt) মামলা করেছেন বিনয় মিশ্রের (Binoy Misra) আইনজীবী। অন্যদিকে, এই কয়লা-কাণ্ডেই ধৃত বিকাশ মিশ্রকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির বিশেষ আদালত।

এই মামলার পর প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে ফেরার বিনয় মিশ্র কীভাবে আইনজীবীর সঙ্গে যোগাযোগ করলেন ? বিনয় মিশ্রের হদিশ পেতে CBI এবার ওই আইনজীবীকে জেরা করার সিদ্ধান্ত নিতে চলেছে৷ ওদিকে জানা গিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা বাকিদের হদিশ পেতে CBI তদন্তের কাজ আরও জোরদার করছে৷

আরও পড়ুন:‘ধৃতরাষ্ট্র’ শিশিরদা তৈরি থাকুন গল্পের শেষটা কিন্তু এক: কুণাল

কয়লা এবং গরু পাচার কাণ্ডে ED’র সঙ্গে CBI-ও দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে৷ ভারতের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশে ছড়িয়ে থাকা এই চক্রের মাথাদের জালে আনতে তৎপর হয়েছেন গোয়েন্দারা।

Advt

Previous article‘ধৃতরাষ্ট্র’ শিশিরদা তৈরি থাকুন, গল্পের শেষটা কিন্তু এক: কুণাল
Next articleফের অগ্নিকাণ্ড কলকাতায়, ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন