Sunday, November 16, 2025

‘ধৃতরাষ্ট্র’ শিশিরদা তৈরি থাকুন, গল্পের শেষটা কিন্তু এক: কুণাল

Date:

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) হয়ে নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে কাঁথির অধিকারী পরিবার তথা নন্দীগ্রামের বিজেপি (Bjp) প্রার্থী শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) তীব্র আক্রমণ করলেন তৃণমূল (Tmc) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, নন্দীগ্রামের মহম্মদপুর, কালীচরণপুর-সহ একাধিক জায়গায় সভা করেন কুণাল। সেখান থেকে তিনি বলেন, যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সব সুবিধা নিয়ে, তাঁর বিশ্বাসের অমর্যাদা করে, এজেন্সির ভয়ে ভোটের আগে বিজেপিতে গিয়েছে- সেই ‘গদ্দার’দের নন্দীগ্রাম কখনও ক্ষমা করবে না। এই প্রসঙ্গেই তৃণমূল মুখপাত্র বলেন, শিশির অধিকারী বয়োজ্যেষ্ঠ। সুতরাং তাঁকে কোনও কটূক্তি করতে তাঁর রুচিতে বাধে। কিন্তু কুণাল মনে করিয়ে দেন, মহাভারতের পুত্র-স্নেহের অন্ধ ধৃতরাষ্ট্র রাজধর্ম পালন না করায় শেষে কী পরিণতি হয়েছিল। কুণাল বলেন, “শিশিরদা তৈরি থাকুন গল্পের শেষটা কিন্তু এক”।

পূর্ব মেদিনীপুর জুড়ে তীব্র গরম। অথচ সেসব উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা তৃণমূলের সভার জন্য অপেক্ষা করেছেন স্থানীয় বাসিন্দারা। এদিন তৃণমূল মুখপাত্রের সভাগুলিতে ছিল উপচে পড়া ভিড়। উল্লেখযোগ্যভাবে ছিল স্থানীয় মহিলাদের উপস্থিতি। তাঁরা সংঘবদ্ধভাবে সভায় হাজির ছিলেন। যখনই মঞ্চ থেকে থেকে দলবদলুদের কথা উঠেছে, তখনই জনগণের তরফ থেকে আওয়াজ উঠেছে, ‘মীরজাফর’, “গদ্দার’। “খেলা হবে” থেকে শুরু করে “বাংলা নিজের মেয়েকে চায়” স্লোগানে স্লোগানে ভরা ছিল নন্দীগ্রামে কুণাল ঘোষের প্রচার সভাগুলি।

কলকাতার (Kolkata) নেতাদের হাতের কাছে পেয়ে, এদিন বেশ কিছু অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রথম অভিযোগ ছিল, নন্দীগ্রাম থানার ওসির পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছেন। দ্বিতীয় অভিযোগ, কোনও এক রাজনৈতিক দলের নেতা ভোট কিনতে এলাকায় প্রচুর টাকা ছড়াচ্ছেন।

তৃণমূল সাংসদ শতাব্দী রায় এবং যুবনেতা সুদীপ রাহাও এদিন নন্দীগ্রাম জুড়ে বিভিন্ন জায়গায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে আলাদা আলাদা বৈঠক করেন। নন্দীগ্রামে এলাকাভিত্তিক সভায় তৃণমূলের কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষদের স্বতঃস্ফূর্ত যোগদান নজরে পড়ে।

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version