Monday, May 5, 2025

বিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস, বিজেপি এমনকী সিপিএমও  ইতিমধ্যেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। এদিন বিধান ভবনে দলীয় ইস্তাহার (Congress Manifesto) প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি। বিধান রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়েই ইস্তাহার প্রকাশ করা হল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, ইস্তাহারে ৮টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘ইস্তাহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার।  আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’

ইস্তাহারে মূলত যে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মহিলা নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জল ও পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা। এক দিকে যখন সব দল তাদের ইস্তাহারে বিনামূল্যে বা কম দামে জনগণকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার কথা বলছে, সেখানে কংগ্রেসের দাবি তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়। সস্তা, চটকদারি মোড়কে লোভ দেখানো তাদের উদ্দেশ্য নয়। চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন অধীরবাবু  আরও বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’

Advt

 

 

spot_img
spot_img

Related articles

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...

Breakfast News: আজ মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

১) মুর্শিদাবাদের সামশেরগঞ্জ অশান্তির পরে সাধারণ মানুষের পাশে মুখ্যমন্ত্রী। সোমবার রওনা দিচ্ছেন মুর্শিদাবাদ ২) সোমবার বহরমপুর পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা...

বিশ্বের বাঙালিদের পাশেই মুখ্যমন্ত্রী: লন্ডনে চর্চায় আপন বাংলা পোর্টাল

পরিবার-পরিজন থেকে মাতৃভূমির শিকড়ের টান। প্রবাসের সঙ্গে বাংলার যোগাযোগ রাখতে অনাবাসীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপন...