Tuesday, August 26, 2025

বিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস, বিজেপি এমনকী সিপিএমও  ইতিমধ্যেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দিয়েছে। সোমবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস (Congress)। এদিন বিধান ভবনে দলীয় ইস্তাহার (Congress Manifesto) প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর চৌধুরি। বিধান রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়েই ইস্তাহার প্রকাশ করা হল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি জানিয়েছেন, ইস্তাহারে ৮টি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ‘ইস্তাহারে আছে আইনের শাসনের অঙ্গীকার। আছে শিক্ষা-স্বাস্থ্যের উন্নয়নের অঙ্গীকার।  আছে শিল্প-সংস্কৃতি রক্ষার অঙ্গীকার।’

ইস্তাহারে মূলত যে যে বিষয়গুলির ওপর জোর দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে মহিলা নিরাপত্তা, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, কৃষকদের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়ন, জল ও পরিবেশ রক্ষা, সংস্কৃতি রক্ষা ও দীর্ঘস্থায়ী উন্নয়নের কথা। এক দিকে যখন সব দল তাদের ইস্তাহারে বিনামূল্যে বা কম দামে জনগণকে বিভিন্ন পরিষেবা পাইয়ে দেওয়ার কথা বলছে, সেখানে কংগ্রেসের দাবি তারা দান-খয়রাতির রাজনীতি করতে রাজি নয়। সস্তা, চটকদারি মোড়কে লোভ দেখানো তাদের উদ্দেশ্য নয়। চার পাতার ইস্তাহারের ওপরেই রয়েছে বিধান রায়ের উক্তি। যেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেছিলেন, ‘ভয় কিংবা অসহায়তা থেকে মুক্তির জন্য স্বাধীনতার লড়াই লড়তে হবে।’আশা আর উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। এদিন অধীরবাবু  আরও বলেন, ‘কংগ্রেসকে নিয়ে কিছু বলার থাকলে বলুন পোর্টালে। হাত বাড়ান, বাংলা বাঁচান, আমরাই বিকল্প, আমরাই ভবিষ্যত। আর কোনও ভুল নয়, একই বৃন্তে দুটি ফুল, বিজেপি আর তৃণমূল’।’

Advt

 

 

spot_img

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...