এই প্রথম বাবার খেলা স্টেডিয়ামে মায়ের কোলে বসে দেখবে ভামিকা

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে ছাপিয়ে এই মুহূর্তে যাবতীয় ফোকাসের কেন্দ্রবিন্দুতে ভামিকা। বিরুষ্কার ছোট্ট মেয়েটির যাবতীয় গতিবিধির উপর সব সময় নজর রেখে চলেছে সংবাদমাধ্যম। এমন কী বিরুষ্কার ভক্তরাও এক ঝলক ভামিকার দেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন।রবিবার দিনই পুণে বিমানবন্দরে বিরুষ্কাকে ফ্রেমবন্দি করা হয়েছে ভামিকার সঙ্গেই। কিন্তু ওই দূর থেকে।
অনুষ্কার কোলে পুতুলের মতো একরত্তি মেয়ে। বিরাট লাগেজ টেনে নিয়ে চলেছেন। ভারত অধিনায়ক যে আর পাঁচ জন বাবার থেকে আলাদা নন, এই ছবি দেখে তা পরিষ্কার বোঝা যাচ্ছিল। একরত্তিা কে সামনাসামনি দেখার সুযোগই হয়নি কারও। কারণ বিরুষ্কা নিজেদের মেয়ের কোনও ছবিই এখনও পর্যন্ত পোস্ট করেননি। কারণ, দু’জনেই মেয়েকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চান।টি-টোয়েন্টি সিরিজে জেতার পর ভারতীয় দলের বাকি ক্রিকেটাররাও খোশমেজাজে। ভারত-ইংল্যান্ড প্রথম একদিনের ম্যাচ ২৩ মার্চ। করোনার সংক্রমণ বাড়ায় পুণেতে দর্শকশূন্য মাঠে খেলা হবে।

Previous articleপুরুলিয়ায় প্রচারে গিয়ে জনসমুদ্রে ভাসলেন দেব
Next articleবিধান চন্দ্র রায়ের মতাদর্শকে গুরুত্ব দিয়ে ইস্তাহার প্রকাশ কংগ্রেসের