Friday, August 22, 2025

২৮ দিন নয়, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ হোক ৬-৮ সপ্তাহ পর: নির্দেশ কেন্দ্রের

Date:

দেশজুড়ে হঠাৎ প্রবলভাবে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের(coronavirus) দাপট। একাধিক রাজ্যে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। যদিও সমানতালে চলছে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া(vaccination process)। এহেন অবস্থায় মাঝে করোনা প্রতিষেধক কোভিশিল্ড নিয়ে বড় বার্তা দিল কেন্দ্রীয় সরকার। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে জানানো হয়েছে, ৪ সপ্তাহের ব্যবধান বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান করতে হবে কোভিশিল্ড(Covisild) গ্রাহকদের ক্ষেত্রে।

উল্লেখ্য, দেশজুড়ে করোনা ভ্যাকসিন প্রদান প্রক্রিয়া শুরু হওয়ার পর সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম ভ্যাকসিন নেওয়ার পর দ্বিতীয় ভ্যাকসিন দেওয়া যাবে ন্যূনতম ২৮ দিন পর। এই ভাবেই এতদিন চলছিল ভ্যাকসিন দেওয়ার কাজ। তবে সম্প্রতি এই নিয়মে পরিবর্তন এনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নোটিশ পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। যেখানে জানানো হয়েছে, প্রথম ভ্যাকসিন নেওয়ার পর ৪ সপ্তাহ নয়, ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান রাখতে হবে দ্বিতীয় ভ্যাকসিনের জন্য। তবে কেন এই নিয়মে পরিবর্তন? এ প্রসঙ্গে জানানো হয়েছে, যদি কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ২৮ দিনের বেশি হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। এই মর্মে ‘ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অফ ইমিউনাইজেশন’ একটি রেকমেন্ডেশন দিয়েছে , সেটিকেই তুলে ধরেছে সরকার।

আরও পড়ুন:তিনদিনের মধ্যেই সঙ্ঘবদ্ধ বিজেপি নির্বাচনে নামবে, দাবি শমীকের

তবে কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য এই নিয়ম প্রযোজ্য হলেও ভারতের তৈরি আরেকটি ভ্যাকসিন কোভ্যাকসিনের জন্য অবশ্য এই নিয়ম খাটছে না। এই ভ্যাকসিনের ক্ষেত্রে প্রথম ভ্যাকসিন এরপর দ্বিতীয় ভ্যাকসিনের মাঝের ব্যবধান রাখা হয়েছে ৪ সপ্তাহ। নয়া নিয়ম শুধুমাত্র প্রয়োগ করা হবে কোভিশিল্ড ভ্যাকসিন গ্রাহকদের জন্য।

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version