Monday, August 25, 2025

নন্দীগ্রামে লড়াই কঠিন বুঝেই তমলুকের কর্মীদের সঙ্গে আলাদা বৈঠকে শাহ

Date:

এগরার জনসভার পর রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে আলাদাভাবে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷

এই তমলুক সাংগঠনিক জেলা তথা তমলুক লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র৷ গত লোকসভা নির্বাচনে তমলুকের কেন্দ্রগুলির মধ্যে একমাত্র পাঁশকুড়া- পশ্চিমে এগিয়ে ছিল বিজেপি৷ তাই নন্দীগ্রাম-সহ বাকি কেন্দ্রে লড়াই যে সহজ হবে না, তা বুঝেছেন অভিজ্ঞ শাহ। সে কারনেই এদিন তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে বসেন তিনি৷

আরও পড়ুন-অ্যাম্বুল্যান্সে গিয়েই মনোনয়ন জমা দেবেন নিমতিতা বিস্ফোরণে আহত জাকির

সূত্রের খবর, এদিন, তমলুক সাংগঠনিক জেলার কর্মীদের সঙ্গে কী ভাবে ভোট করাতে হবে সে বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছেন শাহ। বলেছেন, তৃণমূলের দুর্নীতি শেষ না করা পর্যন্ত বিজেপি কর্মীদের দম ফেলা চলবে না। এদিনের সভায় নির্বাচনে দলীয় কর্মীদের কার কী ভূমিকা তাও বুঝিয়েছেন শাহ। সোশ্যাল মিডিয়ায় কী ভাবে দলের প্রচার করতে হবে সে বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি। জানিয়েছেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে কিছু কর্মীকে পোলিং এজেন্টের প্রশিক্ষণও দেওয়া হবে।

ওদিকে, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পরই রাজ্যজুড়ে দলীয় কর্মীদের তুমুল বিক্ষোভ শুরু হয়েছে৷ এ ধরনের ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্টই বিরক্ত৷ এবার এই প্রার্থী-বিক্ষোভ ইস্যুতে কড়া বার্তাও দিয়েছেন অমিত শাহ৷ প্রার্থী বিক্ষোভ নিয়ে কড়া কথা শুনিয়ে তিনি বলেছেন, প্রার্থী নিয়ে কোনও বিক্ষোভ বরদাস্ত করবে না বিজেপি। তেমন হলে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। একই সঙ্গে তৃণমূল সরকারের অপসারণের কাজে একজোট হয়ে পথে নামার বার্তাও দলের কর্মীদের দিয়েছেন শাহ৷

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...
Exit mobile version