অ্যাম্বুল্যান্সে গিয়েই মনোনয়ন জমা দেবেন নিমতিতা বিস্ফোরণে আহত জাকির

জঙ্গিপুর থেকেই এবার তৃণমূল প্রার্থী নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে আহত জাকির হোসেন (Jakir Hossain)। মনোনয়ন জমা দিতেও যাবেন অ্যাম্বুল্যান্সে। একমাসেরও বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী। তা সত্ত্বেও তাঁর উপরই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।

১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন জাকির হোসেন-সহ কমপক্ষে ২৩ জন। রাতেই তাঁকে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএমে (Sskm)। পরিস্থিতি স্থিতিশীল হলেও এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এখনও সেখানে চিকিৎসাধীন মন্ত্রী। তবে, জঙ্গিপুর থেকে এবারও তাঁকেই প্রার্থী করেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। তবে, চোটের কারণে প্রচারে যেতে পারছেন না তিনি। কর্মীদের মনোবল ফেরাতে হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন জাকির হোসেন।

আরও পড়ুন-কাল মোদির পর আজ বাঁকুড়ায় জনসভা মমতার, নন্দীগ্রামে অভিষেক

২৬ এপ্রিল জঙ্গিপুর কেন্দ্রে নির্বাচন। ২ এপ্রিল অ্যাম্বুল্যান্সে করে এলাকায় গিয়ে মনোনয়ন পেশ করবেন তিনি। তবে জয়ের বিষয়ে নিশ্চিত মন্ত্রী হাসপাতালের বেডে শুয়েই বললেন, জঙ্গিপুরবাসী তাঁর পাশে আছে।

Advt