সারদা কাণ্ডে ইডির মুখোমুখি আহমেদ হাসান ইমরান

সারদা কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জেরার মুখোমুখি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সংসদ আহমেদ হাসান ইমরান। মঙ্গলবার সকালে ইডি দফতরে আসেন তিনি। সূত্রের খবর, সারদা চিটফান্ড থেকে যে টাকার লেনদেন হয়েছে সেই নথিতে নাম রয়েছে আহমেদ হাসানের। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার তাঁকে তলব করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে খবর, আহমেদ হাসান ইমরানের কাছ থেকে ২০২০-২১ অর্থবর্ষের আয়কর নথি সহ বেশ কিছু নথি চাওয়া হয়েছে। সেগুলি নিয়েই আজ ইডি দফতরে আসেন তিনি। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকরা। তার বয়ান ভিডিও রেকর্ডিং করা হতে পারে বলে ইডি সূত্রে খবর।

আরও পড়ুন-সরকার তিনি গড়বেন: প্রার্থী দেখে নয়, প্রতীকে ভোটের আবেদন তৃণমূলনেত্রীর

মঙ্গলবার সারদা কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন আইপিএস রজত মজুমদারকে জেরা করছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। এর আগে সারদাকাণ্ডে ২০১৪ সালে ৯ সেপ্টেম্বর গ্রেফতার হন প্রাক্তন পুলিশকর্তা রজত মজুমদার। আগেও সারদা কেলেঙ্কারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন প্রাক্তন তৃণমূল সাংসদ।

Advt

Previous articleফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ
Next articleটুপি পেয়ে চোখে জল ক্রুনালের