Saturday, August 23, 2025

খায়রুল আলম (ঢাকা):  ভারত সরকারের ‘গান্ধী শান্তি পুরস্কার’ পেলেন  বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে এই পুরস্কারের ঘোষণা করল ভারত সরকার। সোমবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় ২০২০ সালের ‘গান্ধী শান্তি পুরস্কার’-এর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ২০১৯ সালের পুরস্কারের জন্য ওমানের প্রয়াত সুলটতা কাবুস বিন সায়েদ আল সায়েদের নাম ঘোষণা করে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে যোগ দিতে শুক্রবারই বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন। অতিমারি শুরুর পর এই প্রথম বিদেশ সফরে যাচ্ছেন মোদি। তাঁর সফরের ঠিক আগেই ‘গান্ধী  শান্তি পুরস্কার’-এর জন্য ভারত সরকারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করা হল।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয় যে, মহাত্মা গান্ধী যে অহিংসার পথ দেখিয়ে গেছেন,সেই একই পথে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরে অসামান্য অবদানের জন্য বঙ্গবন্ধুকে এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি তাঁর এক ভাষণে বলেছেন, “মানবাধিকার ও স্বাধীনতার দাবি আদায়ে বঙ্গবন্ধু একজন চ্যাম্পিয়ন। ভারতীয়দের কাছেও তিনি একজন বীর। বঙ্গবন্ধুর দেখানো পথে, তাঁর অনুপ্রেরণায় দুই দেশের সম্পর্কের শিকড় আজ অনেক গভীরে পৌঁছে গেছে। তাঁর নীতির পথ ধরেই গত কয়েক দশকে আমাদের দুই দেশের অংশীদারিত্ব যৌথ উন্নয়ন আর সমৃদ্ধির এক মজবুত ভিত্তিতে পৌঁছেছে।”

উল্লেখ্য মহাত্মা গান্ধীর ১২৫তম জন্মবার্ষিকীর বছর, ১৯৯৫ সাল থেকে ভারত সরকার প্রতি বছর ‘গান্ধী শান্তি’ পুরস্কার দিয়ে আসছে। গান্ধীর অহিংস নীতি পালন এবং সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গান্ধী শান্তি পুরস্কারের অর্থমূল্য ১ কোটি টাকা। সঙ্গে দেওয়া হয় মানপত্র ও ঐতিহ্যপূর্ণ হস্তশিল্প সামগ্রী। এর আগে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা, আর্চবিশপ ডেসমন্ড টুটু, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার প্রমুখ গান্ধী শান্তি পুরস্কার পেয়েছেন।

Related articles

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...

বাংলা ভাষার অপমান মানব না, সরব গর্বিত বাঙালি ঋতুপর্ণা

বিজেপি রাজ্যে বাংলাভাষীদের হেনস্থা, ক্রমাগত বাংলা ভাষার অপমানে গর্জে উঠেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বাংলা ভাষা ও বাঙালির...
Exit mobile version