তৃণমূলনেত্রী বলেন, পুরুলিয়ায় কিছু সমস্যা ছিল। আদিবাসীদের টিলা দখল করে কিছু হবে না- প্রতিশ্রুতি দেন মমতা। তিনি অভিযোগ করেন, অনেক মিথ্যে কথা বলছে বিজেপি (Bjp)। পুরুলিয়ায় বিজেপি লোকসভা নির্বাচনে জিতলেও সাংসদকে কখনোই এলাকায় পাওয়া যায় না। তিনি ধানবাদে গিয়ে বসে থাকেন।
মমতা বলেন, পুরুলিয়ায় তৃণমূলের একজন প্রার্থীকে বাতিল করে দেওয়া হয়েছে। সেই জায়গায় নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওকে ভোট দেওয়ার আবেদন জানান তৃণমূলনেত্রী। তিনি বলেন, দেবজ্যোতি জিতলে তৃণমূলে যোগ দেবেন।
আরও পড়ুন:বর্ধমানে শিশুমৃত্যুর ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের, চলছে জোড়দার তল্লাশি