Monday, May 5, 2025

নন্দীগ্রামে বহিরাগতদের আশ্রয়: শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

Date:

Share post:

একুশের নির্বাচনে হাইভোল্টেজ লড়াই নন্দীগ্রামে। যুযুধান তৃণমূল কংগ্রেস-বিজেপি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে শুভেন্দু অধিকারী। এরই মধ্যে গত কয়েকদিন ধরেই বিজেপি প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা-হিংসার ঘটনা ঘটেছে নন্দীগ্রামে। তার মাঝেই শুভেন্দুর বিরুদ্ধে বহিরাগত দুষ্কৃতীদের নন্দীগ্রামে ঠাঁই দেওয়ার তথ্য প্রমাণ তুলে ধরে নির্বাচন কমিশনে অভিযোগ করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রাজনৈতিক মহলের মতে, তাতেই ভোটের পারদ আরও খানিকটা চড়ল।

কোন জায়গা থেকে ‘বহিরাগত’দের নিয়ে আসা হয়েছে, তারা কার নির্দেশে পরিচালিত হচ্ছেন, তারও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের অভিযোগপত্রে উল্লেখ রয়েছে ‘বহিরাগত দুষ্কৃতীদের’ বিষয়টি স্থানীয় পুলিশ প্রশানকে জানানো হলেও কাজ হয়নি।

আরও পড়ুন-‘শ্যামাপ্রসাদের আদর্শ মানছেনা বিজেপি’, বঙ্গ- ভোটে ১৭০ প্রার্থী সর্বভারতীয় জনসঙ্ঘের

তৃণমূলের অভিযোগ পত্রে বলা হয়েছে,

১) রেয়াপাড়ার হাসপাতাল মোড়ের কাছে কালীপদ শী’র দোতলা বাড়ি রয়েছে। সেখানে ৩০-৪০ জন যুবক রয়েছেন। তারা গত বছর ডিসেম্বর থেকে সেখানে রয়েছেন। তাঁদের বাড়ি কোলাঘাট, পিংলা, কাঁথি এলাকায়। এদের কাছে ১২টি বাইক ও একটি গাড়ি রয়েছে। প্রায় রোজই রেয়াপাড়া সহ সংলগ্ন এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘুরে বেড়াতে দেখা যায়।

২) হরিপুরের মেঘনাদ পালের বাড়িতেও শুভেন্দুর নির্বাচনী এজেন্ট-সহ ৪০-৫০ জন বহিরাগতদের আশ্রয় দেওয়া হয়েছে। তাঁর বাড়িটি চণ্ডীপুর-নন্দীগ্রাম রোড থেকে ১ কিলোমিটার ভিতরে। তিন তলা বাড়িটি ক্যানভাস দ্বারা ঘেরা।

৩) তৃতীয়টি বয়াল-১ এর পবিত্র করের দোতলা বাড়ি। এই দোতলা বাড়িতে বলরামপুর, ঝাড়ুচরণ, নরসিংহপুর, জ্যোতির্মল এবং পানিবিতান এলাকা থেকে ২০-৩০ জন রয়েছেন। বাড়িটি টেঙ্গুয়া-২ পঞ্চায়েতের তেরোপাখিরা গ্রামে অবস্থিত।

৪) বয়াল এলাকার এমএসকে অঞ্চলের ভজহরি সামন্তর বাড়িতেও ২০-৩০ জন বহিরাগতকে আশ্রয় দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।

Advt

spot_img
spot_img

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...